জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের কমিটি গঠন

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
খেলাফত মজলিস জকিগন্জ পৌর শাখার ২০১৯-২০ সেশনের জন্য আলহাজ্ব মাওলানা আবদুস সালাম সভাপতি ও মাওলানা আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ বিকেলে স্থানীয় মজলিস মিলনায়তনে পৌর শাখার দ্বিবার্ষিক মজলিসে শূরার সাধারণ অধিবেশনে এ নির্বাচন সম্পন্ন হয়। পৌর শাখার বিদায়ী সভাপতি এমএ কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ শাহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান। অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা সহ-বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ূম। আরো উপস্থিত ছিলেন, জকিগন্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির ও সাধারণ সম্পাদক মাওলানা আলা উদ্দিন তাপাদার। শূরা অধিবেশনে উপস্থিত সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে নির্বাচিত অন্যান্য দায়ীত্বশীলরা হলেন, সহ সভাপতি এমএ কুদ্দুস, হাজী জিল্লুর রহমান, আলতাব হোসেন ও হাফিজ শাহিদুর রহমান। সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল গফুর, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবদুল লতিফ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু মুহসিন, বায়তুল মাল সম্পাদক রায়হান উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুশ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান, অফিস সম্পাদক পারভেজ আহমদ, সদস্য মাহতাব আহমদ, মাওলানা মনজুরুল ইসলাম ও মাওলানা খালেদ সাইফুল্লাহ।

অধিবেশনে কেন্দ্র ঘোষিত দাওয়াতী পক্ষ পালনে সকল নেতা-কর্মীকে আহ্বান জানানো হয়।

নবীনতর পূর্বতন