সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলি বলেছেন, এদেশ স্বাধীন হওয়ার খুবই প্রয়োজন ছিলো। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জাতি সেদিন দেশকে স্বাধীন করেছিলো দেশের মানুষকে অসহায়ত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য।তাই স্বাধীনতার চেতনা মানেই নিজের স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি নয়, গরীব-দুঃখী-অসহায় মানুষের পাশে দাঁড়ানোই স্বাধীনতার চেতনা।
এমসি কলেজ তালামীযের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে দ্বীন,দেশ ও জাতির কল্যাণে কাজ করার একমাত্র সংগঠন তালামীযে ইসলামিয়া, যার দৃষ্টান্ত এমসি কলেজ তালামীয । ইন্টানেট ব্যাবহারে সংযত ও কল্যাণমুখী হওয়ার পরামর্শ দিয়ে বলেন, অপপ্রচার ও গুজবের প্রতি তালামীয কর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত ২৬ মার্চ সিলেটের একটি অভিজাত হোটেলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার স্বাধীনতার চেতনা ও একুশ শতকের বাংলাদেশে ইন্টারনেটের নিরাপদ ব্যাবহার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজ তালামীযের সভাপতি মুহাম্মদ আফরোজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল লতিফ ও যুগ্মœ সাধারণ সম্পাদক শোয়েব আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মুহিবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুল হাসান জুয়েল, সাবেক সিলেট মহানগরী সাধারণ সম্পাদক আহমদ শরীফ, সাবেক মহানগরী সহ-সভাপতি শেখ শফি উদ্দিন, মদন মোহন কলেজ সভাপতি ও নব-নির্বাচিত দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান।
শামসুল ইসলামের কোরআন তেলাওয়াতে শুরু হওয়া সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আলাল, সাংগঠনিক কামরুল ইসলাম বাবু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহীনুর রহমান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ ওমর, ২য় র্বষ শাখার আহবায়ক এম. এ. মুবীন, ১ম র্বষ শাখার সভাপতি ফরহাদুল ইসলাম চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়জুল হক, কলেজ তালামীযের সাবেক সহ-সভাপতি শামসুল ইসলাম সাদিক, জাহাঙ্গীর আলম মুজাহিদ, সহ -সভাপতি সাদিকুৃর রহমান সাদিক, সাইদুর রহমান, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহ সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, শাহপরাণ থানা সাধারণ সম্পাদক আবু বকর,সিলেট মহানগরীর ৮ নং ওর্য়াডের সাবেক সভাপতি শামসুদ্দীন ও পিয়ার হাসান, কৃষি বিশ্ববিদ্যালয় তালামীয নেতা রেদোওয়ান রাশেদ,কলেজ শাখার সহসাধারণ সম্পাদক হাফিজ ইবাদুর রহমান, তারেকুর রহমান, সহ সাংগঠনিক রুহুল আমিন, মাহফুজুর রহমান নোমান, প্রচার সম্পাদক কাওসার আহমদ, আহমদ হাসান শাহিন, অর্থ সম্পাদক আব্দুল হক, অফিস সম্পাদক সামির উদ্দিন, ফেরদৌস খাঁন, প্রশিক্ষণ সম্পাদক রুহেল আহমদ, সহ শিক্ষা ও সংস্কৃতিক আব্দুল আউয়াল, সেলিম আহমদ, সহ প্রযুক্তি সম্পাদক বদরুল ইসলাম, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সদস্য কাওসার হামিদ সাজু, ২২ নং ওর্য়াড সাধারণ সম্পাদক এফ কে জুনেদ, জসিম উদ্দিন, ওলিউল্লাহ মোহাম্মাদ নোমান প্রমুখ।