বৃহস্পতিবার সিলেট আসছেন হাফিজ মজুমদার এমপি

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য বর্ষীয়ান জননেতা আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার আগামীকাল সকাল ১১:৩০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছবেন। দুপুর ২ ঘটিকায় তাঁর নিজ উদ্যোগে গড়ে উঠা জৈন্তাপুরের শ্রীপুরে অবস্থিত, আন্তর্জাতিক মানের রেসিডেন্সিয়াল স্কুল ' জাফলং ভ্যালী বোর্ডিং স্কুল ' এর বোর্ড সভায়  উপস্থিত থাকবেন।

শুক্রবার সারাদিন নিজ আসনের দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। এবং আগামী ৩০শে মার্চ শনিবার কানাইঘাটের সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ে ' হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৫ তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নবীনতর পূর্বতন