সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
প্রেমের মরা জলে ডুবে না। সত্যিই প্রেম এমনো হয়। ব্রাজিলীয় তরুনী আর জকিগঞ্জের সাহেদ।
প্রায় ১৯ মাস প্রেম শেষে ব্রাজিলের মেয়ে লুসি ক্যানেল (২৯) জকিগঞ্জের সুলতানপুর ইউপির বিলপার গ্রামের সাহেদ আহমদ এর সাথে ২১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাহেদ জানান ফেসবুক ম্যাসেঞ্জারে চ্যাট করেন। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর প্রেম হয়ে যায়। এক পর্যায়ে লুসি ক্যানেল ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন। এর পরদিন তারা বিয়ে করেন। দেন মোহর ৩ লক্ষ ২৫ হাজার টাকা। লুসির বর্তমান নাম খাদিজা। তিনি ১৫ দিনের জন্য বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের গ্রাম বাংলার সবুজ প্রকৃতি লুসির অসম্ভব ভালো লেগেছে। লুসিকে দেখার জন্য সাহেদের বাড়িতে যারাই যাচ্ছেন তাদের হাসিমুখে অভিনন্দন জানান তিনি। বাবা মার সম্মতিতেই বাংলোদেশে এসেছেন এবং সাহেদকে বিয়ে করেছেন। শিগগিরই সাহিদকে ব্রাজিল নিয়ে যাবার ব্যবস্থা করবেন বলেও জানান লুসি।
বিষয়
স্থানীয় সংবাদ