হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের বৃত্তি বিতরনী সম্পন্ন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের ৩৫ তম বৃত্তি প্রদান অনুষ্ঠান গতকাল শনিবার সড়কের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাফিজ আহমদ মজুমদার এমপি। কানাইঘাটের ইউএনও তানিয়া সুলতানার সভাপতিত্বে ও শুভ্রকান্তি দাস চন্দনের উপস্থাপনায় বক্তব্য রাখেন হাফিজ মজুমদার ট্রাস্টের একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান শিক্ষাবিদ ড. কবির এইচ চৌধুরী, নব নির্বাচিত জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, স্কলার্স হোমের প্রিন্সিপাল ড. জুবায়ের সিদ্দিকী, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়াম্যান মাও. মোঃ আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, কানাইঘাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যন খাদিজা বেগম, পরিক্ষা নিয়ন্ত্রক কুতুব উদ্দিন, শিক্ষার্থী হালিমা আস্-সাদিয়া, অনিমা বিশ্বাস তমা, প্রবাল বিশ্বাস প্রমূখ।

স্বাগত বক্তব্য রাখেন সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, প্রতিবেদন পাঠ করেন ট্রাস্টি বোর্ডের সদস্য খায়রুল আলম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাও. আব্দুল আহাদ, গীতাপাঠ করেন প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র পাল। অনুষ্ঠানে প্রাথমিক স্তরে ৩৩৫ জন ও মাধ্যমিক স্তরে ৩০৫ জন শিক্ষার্থীকে সম্মাননা বৃত্তি প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ আহমদ মজুমদার বলেন, এ বিশ্বে সম্পদের অভাব নেই। সেই সম্পদকে আহরণ করতে প্রয়োজন শিক্ষা। অপার সম্ভাবনাময় এই বাংলাদেশকে এগিয়ে নিতে গেলে শিক্ষার কোন বিকল্প নেই। প্রকৃতি আমাদের দেশকে ভরিয়ে দিয়েছে। জ্ঞান অর্জনের মাধ্যমে এ সম্পদ কাজে লাগিয়ে আমরা উন্নত বিশ্বে আরোহন করা সময়ের দাবী। প্রতিটি শিক্ষার্থীকে সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অভিভাবকদের অধিক মনোযোগি হওয়ার আহবান জানান।

নবীনতর পূর্বতন