সিলেট জেলা খেলাফত মজলিসের কমিটি গঠন সম্পন্ন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
খেলাফত মজলিস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক মজলিসে শূরা অধিবেশনে সদস্যদের ভোটে পূণ:নির্বাচিত হয়েছেন সভাপতি পদে মাওলানা সৈয়দ মুশাহিদ আলী ও সাধারণ সম্পাদক পদে মাওলানা নেহাল আহমদ। শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত শূরা অধিবেশনের শেষ অধিবেশনে ৩১ সদস্য বিশিষ্ট জেলা নির্বাহী কমিটি পূণর্গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়ীত্বশীলরা হলেন সহ-সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, ডাঃ শাহিদ আহমদ ও মাওলানা শামসুদ্দীন মুহাম্মদ ইলয়াস। সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফজর আলী, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা দিলওয়ার হুসাইন ও মাওলানা অলিউর রহমান। সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবদুল ওয়াদুদ ও মাওলানা আশিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শায়খ আবদুল্লাহ আল হাদী, বায়তুল মাল সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, সহকারী বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ূম, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা কারী আবু তামীম, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ মাওলানা খালেদ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা সৈয়দ আলী আসগর, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ ছৈদুর রহমান চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মাহফুজ আদনান, সদস্য মুহাম্মদ শামসুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা কাওসার আহমদ চৌধুরী, মুফতী মাওলানা তাজুল ইসলাম মুহসিন, ডা. এনামুল হক, মাওলানা সালেহ আহমদ, মাস্টার নূরুল হক ও হাফিজ সানাওয়ার হুসাইন এবং ৭ জন মহিলা সদস্যা।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খান মুহাম্মদ নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান, জেদ্দা মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা শাহিদুর রহমান ও সিলেট মহানগর সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা রওনক আহমদ

অধিবেশনে একটি শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া আগামী ১ লা এপ্রিল থেকে কেন্দ্র ঘোষিত দাওয়াতী পক্ষ পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী সদস্যবৃন্দ এবং উপজেলা ও পৌরসভা শাখা সমূহের সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ।

নবীনতর পূর্বতন