সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ ১৯) দুপুর ১২ টার সময় জকিগঞ্জ আইডিয়াল কে. জি স্কুলে এক আলোচনা সভা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
জকিগঞ্জ আইডিয়াল কে.জি স্কুলের অধ্যক্ষ মাও. কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা দেলওয়ার হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যন আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যমলী, জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, ফুলতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক এম. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের হাতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার তুলে দেন অতিথিরা।