সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসায় নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যন সিলেট মহানগর আল-ইসলাহ'র সহ-সাধারন সম্পাদক মাওলানা মোঃ আব্দুস সবুরকে শফিকিয়া ছাত্র সংসদের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
বাদ জোহর মাদ্রাসা কনফারেন্স হলে ছাত্র সংসদের সভাপতি ও মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দীন খাদিমানীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা নজমুল ইসলামের পরিচালনায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ।
সংবর্ধিত অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর তার বক্তব্যে বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক গুনাবলী অর্জন করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক অভিভাবক সবাইকে এগিয়ে আসতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসুল (স.)-এর আদর্শ মোতাবেক চলার শিক্ষা নিতে হবে। শিক্ষক, পিতা মাতা ও গুরুজনের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে। তাহলেই সু-শিক্ষার আলো হৃদয়ে জ্বালালো সম্ভব।
মোঃ আশরারুল হক গালীবের কোরআন তেলাওয়ত ও কামরুল ইসলামের নাতে রাসুল পরিবেশনার মাধ্যমে সূচীত সভায় আরো উপস্থিত ছিলেন থানাবাজার মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার আব্দুস সালাম টাংগাইল স্যার, জকিগঞ্জ টিভির স্টাফ রিপোর্টার জুয়েল আহমদ, ছাত্র সংসদের ভিপি মোঃ আফজল হোসেন, জিএস তাহের আহমদ প্রমুখ।