সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জের বাবুরবাজারে বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় জোবেদআলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জকিগঞ্জ যুব সমাজসেবা সংস্থার উদ্যোগে বৃত্তি বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জকিগঞ্জ যুবসমাজ সেবা সংস্থার সভাপতি এনাম আহমদ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলীল উদ্দীন, সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, কাজলসার ইউনিয়নের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র চন্দ দাস, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টর কুতুব উদ্দিন, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুশ শহীদ তাপাদার, সিলেট মহানগর কৃষকলীগের সহ সভাপতি রেজাউল হক রাসেল, মুক্তির চেতনা যুব সংগ্রামের সভাপতি হোসেন বাবর।
জুনেল আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচীত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি সালেহ আহমদ সাবু, শুভেচ্চা বক্তব্য রাখেন জকিগঞ্জ সদর ইউপি আ'লীগের সহ-সেক্রেটারী আব্দুছ ছবুর।
উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি আশিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমদ লস্কর, বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জাকির হোসেন, প্রচার সম্পাদক আছকার আহমদ, দপ্তর সম্পাদক উত্তম কুমার রায়, অর্থ সম্পাদক লিটন আহমদ, সদস্য জুবায়ের আহমদ, কাওসার হোসেন, আব্দুল মুকিত, শাহীন সুলতান, লোকমান আহমদ খাঁন, সিরাজুল হক খাঁন, সাব্বির আহমদ, জিয়াউর রহমান, আমিনুল ইসলাম, সুমন আহমদ, সাবলু আহমদ, আব্দুল্লাহ আল মাহমুদ, জুবায়ের আহমদ, হেলাল খাঁন জসিম, মাহফুজ আলম, শামিম আহমদ, আব্দুল আহাদ, সুলতান খাঁন, মাসুদ খাঁন, জাকির হোসেন, রুবেল আহমদ, সেলিম আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ১ম, সাধারন ও বিশেষ গ্রেডে ৭৪ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনকারী প্রতিষ্ঠান হল জকিগঞ্জ পৌরসভাস্থ আল-ইহসান একাডেমী।