জকিগঞ্জে মাওঃ আব্দুস সবুরের সমর্থনে গনসংযোগ ও পথসভায় হাজারো মানুষের নজিরবিহীন উচ্ছাস

কওমী ও ফুলতলী ধারার জনতার মাঝে ঐক্যের হাতছানি

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

ভোটের আমেজ বিহীন নিরুত্তাপ উপজেলা নির্বাচনে জকিগঞ্জে অন্যরকম সাড়া লক্ষ করা যাচ্চে। চেয়ারম্যান পদের প্রার্থীদের জন্য সাধারন জনগনের তেমন কোন ইন্টারেষ্ট না থাকলেও মাঠ গরম করে রাখছেন ভাইস-চেয়ারম্যান প্রার্থীদের কেউ কেউ। বিশেষ করে ভাইস-চেয়ারম্যান প্রার্থী চশমা মার্কার প্রতিনিধি মাওলানা আব্দুস সবুরের সমর্থনে নজিরবিহীন প্রচারনা, গণসংযোগ ও পথসভায় ব্যাস্থ সময় পার করছেন কর্মী সমর্থকেরা। প্রতিদিনই ঊষালগ্ন হতে গভীর রাত পর্যন্ত বিরামহীন প্রচারনায় দিন পার করেছেন হাজার হাজার প্রশিক্ষিত কর্মীবাহিনী। পাশাপাশি বড়বড় পথসভায় উপস্থিত হয়ে ভোট চেয়ে বক্তব্য রাখছেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজনেরা। যা বিগত যে কোন সময়ের চাইতে ব্যাতিক্রম। বিশেষ করে কওমী ও ফুলতলী ধারার আলেম উলামা, ছাত্র-যুবক ও সাধারন জনতার মধ্যে যেন এক অঘোষিত ঐক্য লক্ষ করা যাচ্চে।

এবারের এই নির্বাচনে আলেম উলামা ও ধর্মপ্রান জনতার একমাত্র প্রতিনিধি হিসেবে লড়ছেন তরুন আলেম, সিলেট মহানগর আল-ইসলাহ'র যুগ্ম সাধারন সম্পাদক মাওলানা আব্দুস সবুর। তাঁকে ঘিরেই এই প্রানচাঞ্চল্য বিরাজ করছে আলেম সমাজ ও ধর্মপ্রান মানুষের কাছে। মাওলানা আব্দুস সবুরের নির্বাচনী পথসভাগুলোতে যেন ফুলতলী ও কওমী মসলকের নেতৃবৃন্দের মেলবন্ধন চোখে পড়ার মত। গত বৃহস্পতিবার জকিগঞ্জ বাজারের শেষ পথসভায় ভোট চেয়ে একমঞ্চে এসে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর নাতি মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান, তাবলীগ জামাতের বিশিষ্ট মুরুব্বী মাওলানা আব্দুল কাইয়্যুম, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জকিগঞ্জ পৌরশাখার সভাপতি মাওলানা মোস্তাফা আহমদ, ঘেচুয়ার বড় মুহাদ্দীস খ্যাত কওমী আলেম শায়খুল হাদীস মাওঃ মু'তাসিম বিল্লাহ (রহ.) -এর ছাহেবজাদায় নোমান-উর-রশীদ,  কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর সহ জাতীয়পার্টি ও বিএনপির ডাকসাইটে নেতারা।

আটগ্রাম, ইউনিয়ন অফিস, বাবুরবাজার, থানাবাজার, মাছুমবাজার, সোনাসার, শাহগলী বাজার, রতনগঞ্জ, কামালগঞ্জ,  শরীফগঞ্জ, কদুরবাজার, বারঠাকুরী আমলশীদ, ভরন বাজারে মাওলানা আব্দুস সবুরের চশমা মার্কায় ভোট চেয়ে পৃথক পৃথক পথসভায় বক্তব্য রেখেছেন তালামীযে ইসলামিয়ার সদ্য সাবেক কেন্দ্রীয সভাপতি মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, মাঈজকান্দি জামেয়া ইসলামিয়া ছায়ীদিয়া মাদ্রাসার নাযিমে তালিমাত মাওলানা জুমিল আহমদ, আল্লামা আব্দুর রহমান বর্ণী (রহ.)-এর ছাহেবজাদায় মাওলানা আব্দুল আলীম, হাঁড়িকান্দি জামেয়া মোহাম্মদীয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আলাউদ্দীন, জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের শীর্ষনেতা ও খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলার সহ-সাধারন সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সহ-সভাপতি মাও. জিল্লুর রহমান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল বাছিত, জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারন সম্পাদক লন্ডন প্রবাসী মাওলানা আব্দুল কুদ্দুস,  মাওলানা রফীকুল ইসলাম খাঁন এমপি প্রমুখ শীর্ষ উলামা ও নেতৃবৃন্দ।

এর আগে ছাহেবজাদায়ে শিংগাইরকুড়ী মাওলানা ফজলুর রহমান চৌধুরী ও জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ নূরুল ইসলামের নেতৃত্বে একদল আলেম উলামা জকিগঞ্জের সকল কওমী ও আলীয়া মাদ্রাসা ও দ্বীনি মর্কযে চশমা মার্কার লিফলেট নিয়ে ভোট ও দোয়া চেয়েছেন। এমন কি ফুলতলী মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা মাহমুদ হাসান চৌধুরী হযরত রায়পুরী (রহ.)-কর্তৃক প্রতিষ্ঠিত লামারগ্রাম মাদ্রাসায় গিয়ে পীর সাহেব রায়পুরী ও মাদ্রাসার মুহাদ্দীস মুফতি আবুল হাসানসহ কওমী ধারার বড় বড় আলেমদের নিয়ে বৈঠক করেন। যা জকিগঞ্জের ইতিহাসে একটি স্মরনীয় ঘটনা হিসেবে থাকবে।

সবমিলিয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যাক্তিত্ব মাওঃ হুছামুদ্দীন চৌধুরী কর্তৃক মাওলানা আব্দুস সবুরের দায়িত্ব নিয়ে ভোট চাওয়া, খলীফায়ে মাদানী শায়েখ আব্দুল গফফার মারখানী (রহ.) এর স্মৃতিবিজড়িত জামেয়া ফয়জেআম মুন্সিবাজার জামেয়ার মুহতামিম শায়খুল হাদীস মাওলানা মকদ্দস আলী ও মাওলানা আব্দুল মুছব্বীর আইয়রী কর্তৃক দোয়া ও সমর্থন, খেলাফত নেতা মাওলানা মঞ্জুরে মাওলা কর্তৃক ভাইস চেয়ারম্যান পদে মাওলানা সবুরকে বিজয়ী করার আহবান জানানো যেন এক ঐতিহাসিক ও নজিরবিহীন ঘটনা। বিজ্ঞজনের ধারণা মাওলানা আব্দুস সবুরের পক্ষে সৃষ্ট গণজোয়ার ও কর্মীদের বাধভাঙা উচ্ছাস ধরে রাখতে পারলে বিপুল ভোটের ব্যাবধানে বিজয় অর্জন করা সময়ের ব্যাপার মাত্র।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন