সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, ভোট জনগণের একটি পবিত্র আমানত, জনগণের আমানত রক্ষা হয় না এমন প্রার্থীকে ভোট দেয়া উচিৎ নয়। অসহায় মজলুম মানুষের সেবার লক্ষে নির্বাচনে আল-ইসলাহ প্রার্থী দিয়েছে।জনগনের আমানত রক্ষায় ও অসহায় মজলুমের পক্ষে কথা বলতে আগামী ১৮ মার্চের নির্বাচনে ভাইস চেয়ারম্যন পদে মাওলানা আব্দুস সবুরকে চশমা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। মাওলানা আব্দুস সবুর আল-ইসলাহ মনোনীত প্রার্থী, তিনি যদি কোন অন্যায় করেন তার বিচারের দায়িত্ব আমি গ্রহন করলাম। মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী গতকাল বৃহস্পতিবার জকিগঞ্জের সোনার বাংলা কনফারেন্স হলে জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যন পদপ্রার্থী মাও. আব্দুস সবুরের সমর্থনে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ এবং সিলেট জেলা তালামীযের সহ-তথ্যপ্রযুক্তি সম্পাদক এহসান মোহাম্মদ শামীমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাও. নূরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাও. ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিংগাইরকুড়ী, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশীদ বাহাদুর, সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন হাজী বুরহান উদ্দীন, বিশিষ্ট সালিশি ব্যাক্তিত্ব মাওলানা ছালিক আহমদ তাপাদার, আ'লীগ নেতা নোমান-উর-রশীদ, সমাজসেবী মনসুর আলম, উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি মাওলানা আফতাব আহমদ, সাধারন সম্পাদক মাও. কুতবুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাস্টার আব্দুল খালিক, ভাইস-চেয়ারম্যান প্রার্থী মাও. আব্দুস সবুর।
জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সভাপতি মাও. কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে প্রথম অধিবেষনে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাও. ফদলুর রহমান, জকিগঞ্জ এক্সেলেন্স একাডেমীর চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা তালামীযের সাবেক সভাপতি আব্দুল হালিম লিমন, সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম, উপজেলা আল-ইসলাহ'র অফিস সম্পাদক নজমুল ইসলাম, জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়নুল হক, তালামীয সভাপতি মোঃ আবু সুফিয়ান প্রমুখ।
উপস্থিত ছিলেন সুলতানপুর ইউনিয়নের বিশিষ্ট মুরব্বী আব্দুল হান্নান আছই মিয়া মেম্বার, আ'লীগ নেতা আব্দুল হালিম শিরু, সিলেট জেলা তালামীযের সহ-সাধারন সম্পাদক ইসলাম উদ্দীন চৌধুরী, খলাছড়া ইউনিয়নের বিশিষ্ট ব্যাক্তিত্ব ময়নুর রেজা মানিক, জকিগঞ্জ ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বী হাফিজ আশরাফ আলী, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সবুর, চাপঘাট রহিমপুর সুন্নী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাশুক আহমদ, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আতিকুর রহমান খাদিমানী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা এমাদ উদ্দীন, মাওলানা ফারুক আহমদ, নবীগঞ্জ কদুরবাজার দাখিল মাদ্রাসার সহ-সুপার মাও. শাহেদ আহমদ, ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুল খালিক, মানিকপুর ইউপি আল-ইসলাহ'র সাধারন সম্পাদক মাও. হারুন আহমদ, কসকনকপুর ইউপির সভাপতি হাফিজ আতাউর রহমান, সাধারন সম্পাদক মাও. ছালিক আহমদ, জকিগঞ্জ পৌর আল ইসলাহ'র সাধারন সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, জকিগঞ্জ ইউপির সভাপতি লুৎফুর রহমান, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সদস্য মাও. শাহীন আহমদ, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. আব্দুল হালিম, উপজেলা তালামীযের সাধারন সম্পাদক আবু সাঈদ মোঃ আশিক, সহ-সভাপতি কবির আহমদ, জেলা তালামীয নেতা নাজির আহমদ প্রমুখ।