খুচরা কবি ও ভন্ড দেশপ্রেমীরা সারাজীবন আল মাহমুদকে কষ্ট দিয়েছে : আসিফ নজরুল

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট রাজনীতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল বলেছেন, খুচরা কবি, পাতি লেখক আর ভন্ড দেশপ্রেমীরা সারাজীবন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মাহমুদকে কষ্ট দিয়েছে।

আজ শনিবার সকাল সোয়া ৯ টার দিকে তিনি তার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, খুচরা কবি, পাতি লেখক আর ভন্ড দেশপ্রেমীরা সারাজীবন কষ্ট দিয়েছে আপনাকে, ছোট করার চেষ্টা করেছে। কিন্তু এটা সবাই জানে, আপনিই বাংলাদেশের শ্রেষ্ঠ কবি। আপনার লেখাই সবচেয়ে বেশী বাংলাদেশ। মানুষ কাঁদছে আপনার জন্য। আপনাকে পড়িনি তেমন, তবু কাঁদছে আমারও হৃদয়। ভালো থাকুন আল মাহমুদ। আল্লাহ আপনাকে চিরশান্তি দান করুন।

প্রসঙ্গত, শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবি আল মাহমুদ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহিরাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

নবীনতর পূর্বতন