জকিগঞ্জের হাড়ীকান্দি মাদ্রাসার জলসায় হাজার হাজার মানুষের জুমার নামাজ আদায়

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::

জকিগঞ্জ উপজেলার জামিয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর ২ দিনব্যাপী শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনের শেষ দিন শুক্রবারে জামিয়া মাঠে জুমার নামাজে হাজির হয়েছিলেন বিভিন্ন শ্রেণী-পেশার হাজার হাজার মানুষ। দূর দুরান্ত থেকে আগত আলেম-ওলামা ছাড়াও জকিগঞ্জ উপজেলা সহ আশপাশের উপজেলার ধর্মপ্রাণ হাজার হাজার মানুষ। জুমার নামাজে ইমামতি করেন সৌদী আরবের মক্কাতুল মুকাররামার জামে আলী বিন আবি তালিব জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ বিন সুলাইমান আত্ তাওবীবরী।

জুমার নামাজ শেষে জামিয়া থেকে প্রকাশিত শতবার্ষিকী স্মারকের মোড়ক উন্মোচন করেন সৌদী আরবের মক্কাতুল মুকাররামার জামে আলী বিন আবি তালিব জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল্লাহ বিন সুলাইমান আত্ তাওবীবরী।

শতবার্ষিকী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে বয়ান পেশ করেন হেফাজতে ইসলামের মহাসচীব ও হাটহাজারী মাদ্রাসার সহকারি পরিচালক আল্লামা জুনাইদ বাবুনগরী, চট্রগ্রামের ড. আ,ফ.ম. খালিদ হুসাইন, মুফতি মুজিবুর রহমান চাঁদপুরী, জামিয়া দারুল হুদার মাওলানা সিরাজুল ইসলাম, ঢাকার মাওলানা রাফি বিন মুনির, মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরী, লন্ডনের মাওলানা শায়খ তরিকুল্লাহ,? মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, লন্ডনের মাওলানা শুয়াইব আহমদ, হবিগঞ্জের মাওলানা শায়খ আলাউদ্দীন, মাওলানা হাফিজ নজমুদ্দীন ক্বাসিমী, লন্ডনের মুফতি আব্দুল মুনতাকিম, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান ও ঢাকার মুফতি রেজাউল করীম আবরার প্রমূখ।

নবীনতর পূর্বতন