বাহরাইনের সিতরায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
আনজুমানে আল ইসলাহ বাহরাইন সিতরা শাখার উদ্দোগে আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহঃ) ও মুর্দেগানের ঈসালে সওয়াব মাহফিল ৮ ফেব্রুয়ারি শুক্রবার ফয়ছল আহমদের সভাপতিত্বে ও হাফিজ ফরিদ আহমদ সুহেলের পরিচালনায় সিতরা আলতা হোটেলে অনুষ্ঠিত হয়।

মাহফিলের শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন আফজল মিয়া, নাতে রাসুল পরিবেশন করেন ক্বারী আফজাল আহমদ, শানে ফুলতলী পরিবেশন করেন ইব্রাহীম আলী।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন  হাফিজ আব্দুল কুদ্দুস সালেহী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম এ বাছিত চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমির উদ্দিন, আব্দুশ শহিদ, সিকন আলী, গোলাম মাওলা, মনই মিয়া।

অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন রিফা শাখা হতে মোঃ হাবিবুর রহমান দুলাল, মোঃ আনহার মিয়া, শামিম আহমদ, শিহাব উদ্দিন, হায়দর আলী। মানামা সিটি শাখা হতে মোঃ সেলিম বক্স, সুহেল আহমদ, আল আমি, নিজাম উদ্দিন। আব্দুল জলিল, রেহান আহমদ সুমন, নিজাম উদ্দিন, আশরাফ, ফজল আহমদ, মিরাজ আহমদ, সাহেদ আহমদ, কয়েস আহমদ, জায়েদ মিয়া  আরশ আলী, শিবলু আহমেদ, মোস্তাফা আহমেদ, জাহেদ আহমেদ, আমির আলী। ঈসা টাউন হতে মোঃ
সিপন আহমদ  ময়নুল আহমদ। জাবের আহমদ, জুবের আহমদ রায়হান, কাইয়ুম, লেছু মিয়া, লালন মিয়া , নুরুল হক, মতিন মিয়া। সুমন আহমদ, কাইয়ুম মিয়া, সালেহ আহমদ। মোঃ আব্দুল জলিল, দেলওয়ার হোসেন, আনসার মিয়া, আনু মিয়া, মামুন মিয়া, সফিক মিয়া, সালাহ উদ্দিন।

নবীনতর পূর্বতন