ফুলতলীতে লতিফি হ্যান্ডসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
ফুলতলী ছাহেব বাড়ীতে লতিফি হ্যান্ডসের উদ্যোগে লতিফি কমিউনিটি ক্লিনিকে শুক্রবার একদিনের ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  মেডিসিন ইউনিট ৩ এর প্রধান অধ্যাপক ডা: মো ফয়জুল ইসলাম চৌধুরী সহ ঢাকা মেডিকেল ও সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও ডেন্টাল বিশেষজ্ঞ ডাক্তারগন ২শত রোগি লতিফি হ্যান্ডসের ব্যবস্থাপনায় ও অর্থায়নে দেখা হয়েছে।

অধ্যাপক ডা: মো ফয়জুল ইসলাম অভিব্যক্তি প্রকাশের এক পর্যায়ে বলেন আমি ভাগ্যবান এখানে এসে এতিম ছাত্রছাত্রী, তাদের অভিভাবক ও ছাহেব্বাড়ীর এলাকার রোগীদেখতে পেরেছি। ফুলতলী ছাহেব  মানবতার কাজ করেগেছেন এখন তাঁর উত্তরসূরিরা তা চালিয়ে যাচ্ছেন। আমি সুযোগ পেলে তাদের এ কর্মযজ্ঞে সামিল হবো।
লতিফি হ্যান্ডসের দায়িত্বশীল মাওলানা সুফিয়ান আহমদ চৌধুরী জানান লতিফি হ্যান্ডের মাধ্যমে বহু খেদমত চলমান আছে।স্থায়ীভাবে লতিফি কমিউনিটি ক্লিনিক এর পাশাপাশি  বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে মেডিকেল ক্যাম্পও চলমান থাকবে।
মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন লতিফি হ্যান্ডসের সাধারণ সম্পাদক মাওলানা গুফরান আহমদ চৌধুরী,সদস্য  মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা।

প্রত্যন্ত এলাকায় ঢাকা মেডিকেল ও ওসমানী মেডিকেলের ডাক্তারদেখাতে পেরে রোগি ও অভিভাবক গণ উপকৃত হয়েছেন।

নবীনতর পূর্বতন