জকিগঞ্জ আল-ইসলাহ নেতা সাবেক চেয়ারম্যান রশীদ বাহাদুরের উপর চোরাগোপ্তা হামলা : বিভিন্ন মহলের নিন্দা প্রকাশ

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি ও কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যন এম. এ রশীদ বাহাদুর গতকাল রাত সাড়ে ৭ টার সময় রাতের অন্ধকারে দূষ্কৃতিকারীদের চোরাগোপ্তা হামলার শিকার হন। তবে কে বা কারা এই হামলা করেছে, তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে পূর্ব শত্রুতার জের ধরে বা রাজনৈতিক কোন কারনে এই হামলা হতে পারে বলে সবুজ প্রান্তকে জানিয়েছেন জকিগঞ্জ চেয়ারম্যন এসোসিয়েশনের সাবেক সভাপতি এম. এ রশীদ বাহাদুর।

হামলার শিকার জননেতা রশীদ বাহাদুরকে সাথে সাথে সিলেট এনে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে সিলেটস্থ নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।

এদিকে সাবেক চেয়ারম্যন রশীদ বাহাদুরের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও সন্ত্রাসীদের চিহৃিত করে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী ছাহেবজাদায়ে শিংগাইরকুড়ী, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সভাপতি কাজী হিফজুর রহসান, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।

নবীনতর পূর্বতন