মনজলাল ছাহেব বাড়িতে বার্ষিক খানকা ও ঈসালে সাওয়াব মাহফিলের প্রস্তুতি সম্পন্ন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বার্ষিক খানকা ও  ওলীয়ে কামিল শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ও যুবদাতুল আরিফীন হযরত আল্লামা আব্দুল মুকিত মনজলালী (র.) ঈসালে সাওয়াব মাহফিল উপলক্ষ্যে  আগামী ১৩, ১৪, ১৫ ফেব্রুয়ারি রোজ (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) তিন দিন ব্যাপি ঈসালে সাওয়াব মাহফিল আয়োজন করা হচ্ছে। প্রথম ও দ্বিতীয়  দিন সকাল ১১ টা থেকে মধ্যরাত পর্যন্ত, শেষ দিন সকাল ১১ টা থেকে পরদিন ফযর পর্যন্ত  মাহফিল চলবে  । এ উপলক্ষ্যে মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে।অন্যান্য বছরের মতো বিশাল প্যান্ডেল ও সু-দৃশ্য মঞ্চ তৈরি হয়েছে মনজলাল সাহেব বাড়ি মাঠে। মাহফিলেরর পাশেই  গাড়ী পার্কিং-এর জন্য মাঠ প্রস্তুত করা হয়েছে। 

আগত মেহমানদের তিন দিন খাবারের জন্য প্রতিবারের মতো এবার ও করা হয়েছে বিশাল আয়োজন। সার্বিক শৃঙ্খলার জন্য প্রস্তুত হয়েছে স্বেচ্ছাসেবক। ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটি আশা প্রকাশ করে বলছেন, প্রতি বছরের মতো এবারও হাজার হাজার মানুষ সমাগমন হবে মোবারক এ মাহফিলে। প্রতি দিন সকাল ১১টায় আল্লামা মনজলালী ছাহেব কিবলাহ (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর খতমে খাজেগান, মিলাদও  দোয়ার মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে প্রতি দিন খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা।

মাহফিলে সভাপতিত করবেন আল্লামা মনজলালী ছাহেব কিবলাহ (র.) এর  সুযোগ্য উত্তরসূরী বড় ছাহেব জাদা হযরত মাওলানা জ,উ,ম আব্দুল মুনঈম মনজলালী। মাহফিলে যোগ দিবেন আল্লামা ফুলতলি ছাহেব কিবলাহ (র.) এর সুযোগ্য ছাহেবজাদা গণ। এছাড়াও দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী চিন্তাবিদ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ মাহফিলে উপস্থিত হবেন। মাহফিলকে সফল ও স্বার্থক করে তুলতে ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সর্বস্তরের মুসলিম জনতার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন