প্রথমবারের মতো জাতীয় সংসদ অধিবেষনে এমপি মাশরাফী

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো অংশ নেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বর্তমান সাংসদ মাশরাফি বিন মর্তুজা। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যস্ত থাকায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম তিন কার্যদিবসে সংসদে উপস্থিত থাকতে পারেননি তিনি।

এইদিন জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে নির্ধারিত আসনে দেখা যায় মাশরাফিকে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম সংসদ অধিবেশনে অংশগ্রহন।

নবীনতর পূর্বতন