সাদপন্থীদের ইজতেমা শুরু, বৃষ্টিতে দুর্ভোগ

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
টঙ্গীর তুরাগতীরে ৫৪তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ রোববার ফজরের নামাজের পর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। দু'দিন ব্যাপী এ পর্বের ইজতেমা পরিচালনা করছেন দিল্লির মাওলানা সা’দের অনুসারীরা।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার সকাল ৭টা থেকে ইজতেমার ময়দানে আসতে থাকেন দেশ-বিদেশের মুসল্লিরা। তারা বাস, ট্রাক, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে করে আসছেন। কিন্তু সকাল থেকে বৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন মুসল্লিরা।

তবে বৃষ্টি উপেক্ষা করেই মাথায় পলিথিন মুড়িয়ে ময়দানে অস্থায়ী চটের ওপর বসে আছেন মুসল্লিরা। এর মধ্যেই মঞ্চ থেকে দ্বীনি বয়ানও চলছে। এ বৃষ্টিকে আল্লাহর রহমত হিসেবে বিবেচনা করে শেষ মূহুর্ত পর্যন্ত ইজতেমা মাঠে থাকার কথা জানানো হয়েছে।

এদিকে বৃষ্টি থামার পর দেখা গেছে, মুসল্লিরা দলে দলে ইজতেমা ময়দানে যাচ্ছেন। এ সময় মুসল্লির কণ্ঠে রয়েছে ‘আল্লাহু আকবার’ ধ্বনি।

এবার মাঠের অনেক স্থানে বালি ফেলা সম্ভব না হওয়ায় বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে গেছে। বৃষ্টি থেকে রক্ষার জন্য অনেক স্থানে ত্রিপাল বা পলিথিনও টাঙ্গানো হয়নি। অনেকে বাজার থেকে পলিথিন কিনে নিজেদের মালামাল রক্ষা করার চেষ্টা করছেন। সেই সঙ্গে শীতের দুর্ভোগও রয়েছে।

ইজতেমার মুরুব্বি আশরাফ আলী বলেন, ‘বাদ ফজর থেকে ভারতের মাওলানা ইকবাল হাফিজ বয়ান শুরু করেন। তার বয়ান বাংলায় তর্জমা করছেন কাকরাইল মসজিদের মাওলানা আব্দুল্লাহ। এর মধ্যেই শীর্ষ মুরুব্বিদের বিশেষ বৈঠকে আমবয়ান ও আখেরি মোনাজাতের বক্তাসহ অন্যান্য বক্তা নির্ধারণ করা হচ্ছে।’

তিনি আরো জানান, মুসল্লিরা ভোর থেকে মালামাল নিয়ে ইজতেমা ময়দানে প্রবেশ করছেন। ৮৪টি খিত্তায় বিভক্ত ময়দানে নিজ নিজ জেলার জন্য বরাদ্দ স্থানে অবস্থান করছেন।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে মাওলানা জুবায়েরের অনুসারীদের মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের ইজতেমা শেষ হয়। হেদায়েতি বয়ান শেষে আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের খতিব মাওলানা জুবায়ের।

এদিকে এবার বিবাদমান দুই পক্ষের ইজতেমা নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াই এম বেলালুর রহমান। তিনি জানান, মোনাজাত শেষে মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন