রারাই সুপার লীগের শিরোপা জিতল লায়ন্স ইউনাইটেড

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জের স্থানীয় ক্রিকেটের জনপ্রিয় আসর আর.এস.এলের  (রারাই সুপার লীগ) ৫ম পর্বের ফাইনালে চ্যাম্পিয়ন ট্রফি দ্বিতীয়বারের মত নিজেদের করে নিয়েছে লায়ন্স ইউনাইটেড ক্লাব। টানা ২ বারের মত লায়ন্স ইউনাইটেডের ঈর্ষনীয় সাফল্যের পিছনে দক্ষ ব্যটসম্যনের পাশাপাশি আক্রমনাত্মক বোলিং পারফরমেন্সও ছিল দেখার মত।

সোমবার ফাইনাল ম্যাচে প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লায়ন্স ইউনাইটেডের অধিনায়ক আব্দুস সামাদ। ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে নির্ধারিত ১২ ওভারে ৬৩ রান সংগ্রহ করে জুনিয়র সিক্সার্স। ৬৪ রানের টার্গেট নিয়ে ৬ ওভার হাতে থাকতেই ৬৭ রান করে শিরোপা জিতে যায় লায়ন্স ইউনাইটেড।

খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল লায়ন্স ইউনাইটেড ক্লাবের মালিক মাছুম আহমদের হাতে ১৫ হাজার টাকার চেক ও রানার্সআপ দল জুনিয়র সিক্সার্সের অধিনায়ক ওলিদুর রহমানের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন অতিথিরা।

আর.এস.এলের সভাপতি জিল্লুর রহমানের সঞ্চালনায় ও ক্রীড়া সংগঠক এম. এ হাফিজ খালেদের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম সেক্রেটারী মোঃ আজমল হোসাইন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, বিপ্লবী যুব সংস্থার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইতালী প্রবাসী তোফায়েল আহমদ খাঁন, বারহাল ডিগ্রী কলেজের প্রভাষক আহমদ হোসাইন, প্যারাগন ক্লাবের সভাপতি বাবুল আহমদ চৌধুরী, থানাবাজার মাদ্রাসার সহকারী শিক্ষক দেব দূর্লভ কুমার প্রমুখ।

ফাইনাল ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আর.এস.এলের প্রেসিডিয়াম মেম্বার জয়নাল আবেদীন ও কামরুল ইসলাম কুমকুম।

নবীনতর পূর্বতন