সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খাসেরা গ্রামের রাস্তা থেকে ৪০ পিছ ইয়াবা সহ ১ জন নারী ১ জন পুরুষকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) সুদীপ্ত রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকৃতরা হলেন সিলেট নগরীর শামীমাবাদ এলাকার আফজল হোসেনের স্ত্রী পারভীন বেগম (৪০) ও ১৬৬/এ কাজলশাহ এলাকার সোনা মিয়ার ছেলে আব্দুল্লাহ খলিল মামুন (৩২)। এ সময় তাদের সাথে থাকা একটি টয়োটা প্রাইভেট কার আটক করে পুলিশ।
আটকের সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোস্মামী জানান, জকিগঞ্জ থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়
শীর্ষ সংবাদ