ভারতের উজানডিহী মাহফিলে মাওলানা হুছামুদ্দীন : অসহায় অনাথদের আশ্রয় দানকারী ব্যক্তি সমাজে প্রতিষ্ঠিত হয়

রশিদ আহমদ তাপাদার,পাঁচগ্রাম, আসাম, ভারত

উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, অসহায় অনাথদের আশ্রয় দানকারী ব্যাক্তি সমাজে প্রতিষ্ঠিত হয়। সমাজসেবায় বিধর্মীকেও সমান অধিকার দিতে হবে।

বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র সভাপতি মাওলানা হুছামুদ্দীন আরও বলেন, ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়। বরং পূর্ণাঙ্গ জীবন বিধান। এই ইসলাম সহজে পেয়ে গেছি আমরা।  যে কারনে পবিত্র দ্বীনে ইসলামের কোনো ইজ্জত নেই আমাদের কাছে। অতুলনীয় ত্যাগ স্বীকার করে এই ইসলাম এ ধরায় প্রতিষ্ঠিত করে গেছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ (স.) ও তার সাহাবীরা। মুমিনদের উচিত পূর্নাঙ্গ দ্বীনে ইসলামকে মেনে জীবন সুন্দর করে গড়ে তুলা। এজন্য ত্যাগ স্বীকার করতে হবে। পরকালের জীবন সুন্দর করার স্থান হল এই পৃথিবী।  ত্যাগ স্বীকার ব্যতীত সহজে সাফলতা পাওয়া যাবে না। কোনো মুমিন মিথ্যুক হতে পারে না।

তিনি শনিবার (২ ফেব্রুয়ারি) উত্তরপূর্ব ভারতের ঐতিহ্যবাহী উজানডিহি পুরাতন ছাহেববাড়ী দরগাহ শরিফ প্রাঙ্গনে কুতবুল আফতাব জুবদাতুল আরিফিন  হজরত শাহ সূফী  সায়্যিদ মোহাম্মদ মাদানী (র.) ও সুলতানুল আরিফিন হজরত শাহ সূফী সায়্যিদ আব্দুল হক মাদানী (র.) এর ১১৯ তম ঈসালে সাওয়াব  মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভিড়ে ঠাসা এই মহফিলে উজানডিহির হজরত শাহ সুফি সায়্যিদ মাওলানা জুনাইদ আহমদ আল-মাদানীর সভাপতিত্বে মাহফিলে তালিম-তরবিয়ত  পেশ করেন মাহফিলের আহ্বায়ক হজরত শাহ সূফী সায়্যিদ মুস্তাক আহমদ আল- মাদানী ছাহেব উজানডিহি।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশের মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইছ চেয়ারম্যান জনাব হাফিজ ক্বারী মাওলানা আলাউর রাহমান, হজরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি ফেঞ্চুগঞ্জ বাংলাদেশ, হজরত মাওলানা মুফতি বিলাল আহমদ বাংলাদেশ।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারত লতিফিয়া দারুল ক্বিরাত সমিতির সম্পাদক  অধ্যক্ষ মাওলানা আনোয়ার উদ্দিন  তালুকদার ,রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস  মাওলানা আলতাফ হোসেন, মাওলানা আজিজুল হক, উত্তরপূর্বাঞ্চল যুব আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সম্পাদক জনাব মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মুস্তাকিম আহমদ বড়ভূইয়া, মাওলানা আব্দুল মান্নান,  প্রমুখ।  হামদ নাত পরিবেশনের মাধ্যমে সূচিত এই মহফিলে ভারত লতিফিয়া দ্বারুল ক্বিরাত সমিতি পরিচালিত দ্বারুল ক্বিরাতের জামাতে রাবে, জামাতে খামিছ ১ম বর্ষ ও ২য় বর্ষের ফলাফল ঘোষণা করা হয়। আজকের এই মহফিলে আরো উপস্থিত ছিলেন উজানডিহির সায়্যিদ শামিম আহমদ আল-মাদানী,  সায়্যিদ তারেক আহমদ আল-মাদানী,  মাওলানা তাজিম উদ্দিন তালুকদার,  জনাব মাওলানা আজিজুর রহমান লতীফি, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কর্মী জনাব মাওলানা আবুল ফজল মোহাম্মদ তোহা ও মাওলানা মউদুদ আহমদ, মওলানা রশিদ আহমদ তাপাদার, মাওলানা নিজাম উদ্দিন লতিফি, সাবেক মন্ত্রী জানাব আব্দুল মুক্তাদীর চৌধুরী ছাহেব, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আজিজুর রহমান তালুকদার, বিশিষ্ট লেখক জনাব কমরুজ্জামান চৌধুরী ছাহেব প্রমুখ।

নবীনতর পূর্বতন