জাগ্রতকবি মুহিব খাঁন তার পুত্রের প্রতি কবিতার সুরে হৃদয়কাড়া নসিহত

হে আরসালান! তুমি আজ ছোটো
বড় হবে একদিন
আমার চেয়েও তোমার জীবন
হতে পারে সঙ্গীন
জীবন কঠিন সমুদ্র এক
দুঃখ শোকের ঢল
ঝড়ের আড়ালে মুখ ঢেকে রেখো
হারিয়ো না মনোবল
পরিবার থেকে আসবে আঘাত
সমাজের অবহেলা
হিংসাকাতর মুর্খ অনেক
খেলবে ঘৃণার খেলা

সামনে পেছনে নিন্দুক রবে
দুশমন হবে শত
ধৈর্য ধরবে, সাবধানে রবে
হয়ো নাকো বিব্রত।
কাছের মানুষ দূরে সরে যাবে
আপনেরা হবে পর
কুধারণা করে কুৎসা রটাবে
দেখবে না অন্তর
ইয়ার্কি তামাশা কানকথা বলে
খোঁচাবে তোমায় তারা
তুমি বুঝে নিয়ো- মুর্খ এরাই
বাস্তব জ্ঞানহারা

এরাই উগ্র বোকা বেয়াদব
ছিদ্রান্বেষী গোঁড়া
জাতি পতনের এরাই কারণ
এরাই কপাল পোড়া
এরা দেখবেনা পেছনের হাতি
সামনে দেখবে মাছি
দুর্দিনে দূরে সরে যাবে এরা
সুসময়ে কাছাকাছি
উপকার যার করবে তারাই
দেখাবে কৃতঘ্নতা
শক্তে ভক্ত, নরমের যম
জগতের এই প্রথা

এরা ছোটলোক, ক্ষুদ্রমনের
অদূরদর্শী প্রাণী
রূপে অবয়বে যদিও এদের
মানুষ বলেই জানি
মানুষ বড়ই আজব জিনিস
জগত বড়ই ঘোলা
জীবন চলায় সামনে তোমার
দু'টি পথ রবে খোলা
দয়া ক্ষমা আর সাবধানে চলা
অথবা রাগ বিবাদ
প্রথমটাকেই বেছে নিও বাবা
তুমি যে আমার চাঁদ!

হে আরসালান! পুত্র আমার!
শুনে কি পাচ্ছো ভয়!
তোমার শক্তি সততা তোমার
কর্মই পরিচয়
তুমি যদি থাকো দৃঢ় মনোবল
নিজের সঠিক পথে
দুষ্টরা ক্ষতি করতে তোমার
পারবে না কোনোমতে
সমাজে অনেক ভালো লোকও পাবে
জ্ঞানে গুণে যারা সৎ
জীবনে মরণে তারাই তোমাকে
করবে মুহব্বত

তাদের সঙ্গে সখ্যতা রেখো
বন্ধু বানিও ভালো
অসৎ সঙ্গ নিও না ভুলেও
যেও না যে পথ কালো
ঘর আত্মীয় পাড়া পরিজন
তোমাকে জানুক প্রিয়
সমাজ স্বদেশ জাতিকেও তুমি
যতোটুকু পারো দিয়ো
শিক্ষার সাথে জ্ঞানে-প্রজ্ঞায়
চিন্তাকে নিয়ো গড়ে
বিশ্বাস থেকে বিন্দু নড়ো না
অবিশ্বাসের ঝড়ে

সরলতা যেন বোকামী না হয়
বুদ্ধি না হয় চাল
মন্দরা যতো ব্যাথা দিক, তুমি
ভালো থেকো চিরকাল
গুরুজনদের সম্মান করো
যেরকমই তারা হোন
মনে করো, সব মানুষই তোমার
পিতা মাতা ভাই বোন
মন্দ মানুষে ঘৃণা নয়, দিও
করুণা সঙ্গোপনে
ভালোদের দিও ভালোবাসা শুধু
ক্ষুদ্র হয়ো না মনে

মন বড় রেখো, জ্ঞান বড় রেখো
উদার সহনশীল
দেখবে জীবন সুন্দর হবে
মন হবে বর্ণিল
গতকাল থেকে আজটা তোমার
সুন্দর যেন হয়
আগামীকালের কথা ভেবে মনে
কিছু রেখো সঞ্চয়
'প্রতিদিন এক নতুন জীবন'
নিজ কানে কানে বলো
হতাশ হয়ো না, বিরাগ হয়ো না
নবউদ্যমে চলো

হে আরসালান! হৃদয় আমার!
আমি থাকবো না যবে
ঘর পরিবার প্রিয়জনদের
তুমিই ভরসা হবে
মা'র মর্যাদা যত্ন আদরে
সর্বদা রবে রত
পৃথিবীতে আর কেউ নেই জেনো
তোমার মায়ের মতো
তিল তিল করে নিঃশেষ হয়ে
বড় করেছেন তিনি
মনে রেখে তুমি সে মায়ের কাছে
চিরদিন থেকো ঋণী

বোনের আদর ভুলো না কখনো
দুঃখ দিও না তাকে
পিতার আসনে ভাইকেই বোন
হৃদয়ে লুকিয়ে রাখে
চাচাতো ফুপাতো মামাতো খালাতো
সকলেরে মনে রেখো
কাজে প্রয়োজনে সুখে আয়োজনে
তাদেরও তুমি ডেকো
ভালো মানুষেরা ভালো বলে যেন
খারাপেরা যাই বলে
সাহসের সাথে সামনে এগিয়ো
সব বাধা পায়ে দলে

আবেগের সাথে বিবেক খাটিয়ো
রুচি রেখো উন্নত
জীবনকে উপভোগ করে নিও
থেকো না মৃতের মতো
হাসি খুশি থেকো, সুখ মনে রেখো
দুঃখকে পিছে ছাড়ো
জীবনের মাঝে জান্নাত আছে
যদি গড়ে নিতে পারো
আল্লাহকে ডেকো, ইবাদাতে থেকো
ইসলাম নিয়ো বুঝে
রাসূলের দিক-দর্শন ঘেঁটে
হিদায়াত নিয়ো খুঁজে

শরীয়ত নিয়ে গোঁড়ামী করো না
দলকে করো না দ্বীন
মনে রেখো ইসলামের আকাশ
সুবিশাল সীমাহীন
স্রষ্টার সাথে বুঝেশুনে চলো
সৃষ্টি বোঝে না সব
সৃষ্টির ভীড়ে হৃদয়-গভীরে
রেখো তাঁর অনুভব
আব্বু আমার! তুমি সুখে থেকো
এ মাটির পৃথিবীতে
কবরে শুয়েও তোমার দোয়ায়
থাকি যেনো শান্তিতে।
--------------------
কবিতা : হে আরসালান!
বই : নতুন ঝড়।
রাহনুমা প্রকাশনী, ইসলামি টাওয়ার, বাংলাবাজার, ঢাকা।

নবীনতর পূর্বতন