সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
আল-ইসলাহ মনোনীত জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাও. এম এ সবুরের সমর্থনে কর্মীসভা আজ বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে জকিগঞ্জ সোনার বাংলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। কর্মীসভাকে সফল করতে ইতিমধ্যে জকিগঞ্জের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় পৃথক পৃথক মতবিনিময় সভা করছে জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ।
ভাইস চেয়ারম্যন পদে উন্মুক্ত হওয়ায় প্রার্থীরা প্রতিক বরাদ্ধ পাবে আজ দুপুরের মধ্যে। জকিগঞ্জে এবার ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৬ জন প্রার্থীই আ'লীগের। মাওলানা আব্দুস সবুর প্রভাবশালী রাজনৈতিক দল আনজুমানে আল-ইসলাহ'র সিলেট মহানগর শাখার যুগ্ম সাধারন সম্পাদক।
বিষয়
রাজনীতি