সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
অমর একুশের চেতনাকে সামনে রেখে প্রতিবারের মতো এবারো জকিগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৪তম অমর একুশে চেতনায় বই মেলা শুরু হবে ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার।
সকাল এগারটায় মেলা উদ্বোধন করবেন অতিথিবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহের সাথে বুধবার বই মেলার সংগঠকদের বৈঠক হয়। বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্কুল, কলেজের শিক্ষক, শিক্ষাথী,লেখকবৃন্দ উপস্থিত থাকবেন। মেলায় ১৪টি স্টল থাকবে।
বই মেলার অন্যতম উদ্যোক্তা আব্দুল আহাদ জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জকিগঞ্জ পুস্তক বিক্রেতা সমিতির সহযোগিতায় এবারের মেলা অনুষ্ঠিত হচ্ছে। ২০০৪ সাল থেকে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলায় প্রতিদিন বিকেলে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
বিষয়
স্থানীয় সংবাদ