অসহায় মানুষের সেবার লক্ষে নির্বাচনে আল-ইসলাহ প্রার্থী দিচ্চে : মাওলানা হুছামুদ্দীন চৌধুরী

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ  সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, সমাজের নেতৃত্ব ও অসহায় মানুষের সেবার লক্ষ্যে আল ইসলাহ কর্মীদের ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। এ কারনেই আমরা মূলত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী দিতে বাধ্য হয়েছি। তিনি আরোও বলেন, আমি আশা করি জনগণ আমাদের প্রার্থীদের বিজয়ী করে তাদের খেদমতের সুযোগ দান করবেন।

তিনি মঙ্গলবার দুপুরে সিলেট সুবহানীঘাস্থ আল ইসলাহ বিভাগীয় কার্যালয়ে বিভিন্ন উপজেলার আল ইসলাহ মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন আল ইসলাহ মহাসচিব এ কে এম মনোহর আলী, তালামীযের কেন্দ্রীয় সভাপতি রেদ্বওয়ান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবীনতর পূর্বতন