থানাবাজারে দুই চাচাতো বোনের মৌরসী সম্পত্তি জবরদখল নিয়ে থানায় মামলা : আপোষ মিমাংশার চেষ্টা স্থানীয়দের

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জের থানাবাজার এলাকার রারাই গ্রামের মৃত হাজী আনফর আলীর ছেলে আব্দুল হালিম ও তার ভাইদের বিরুদ্ধে অবৈধভাবে নিজ চাচাতো দুই বোনের মৌরশী সম্পত্তি জবরদখল ও জাল দলীলে বিক্রির অভিযোগ রয়েছে। বিষয়টি ভুমি আদালত (মুন্সিপ) ও উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

গত বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারি বিরোধীয় জায়গায় অবৈধ স্থাপনা নির্মান করতে গেলে জকিগঞ্জ থানায় আব্দুল হালিম ও তার সহোদর আব্দুল হামিদ গংদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন উক্ত মামলার বাদী ফাতিমা বেগম রাবিয়া।

ফাতিমা বেগমের অভিযোগের প্রেক্ষিতে জকিগঞ্জ থানার এসআই কল্লোল গোস্বামীর নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার বিকালে বিরোধীয় জায়গায় সরেজমিন তদন্তে গিয়ে অবৈধ স্থাপনা বন্ধ করে দেন। পরে সন্ধ্যায় স্থানীয় ইউপি মেম্বার শামসুল হক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থায় দ্রুত সময়ের মধ্যে বিষয়টি সমাধানের জন্য অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন বিবাধী ও বাদী পক্ষ। দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে না পারলে আইনীভাবে বিষয়টি দেখা হবে বলে জানায় পুলিশ।

আব্দুল হালিম তার চাচা সাবেক মেম্বার ও গ্রাম সরকার মরহুম ডাঃ ফরিদ উদ্দীনের একমাত্র মেয়ে আফিয়া বেগমের পৈত্রিক সুত্রে পাওয়া থানাবাজার বাজার সংলগ্ন পাঠানচক রাস্তার পূর্বপাশে অবস্থিত প্রায় ৮ শতক জায়গা, এবং অপর চাচা মরহুম ফয়জুর রহমান ফৈয়াজ আলীর মেয়ে ফাতিমা বেগম রাবিয়ার পৈত্রিক ও খরিদাসুত্রে প্রাপ্ত প্রায় ৮ শতক জায়গা জোরপূর্বক অবৈধভাবে দখল করে জাল দলীল ও প্রতারনার মাধ্যমে বিক্রির পায়তারা করতেছে।

নবীনতর পূর্বতন