সিলেট জেলা অনলাইন আওয়ামী টিমের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন জকিগঞ্জের ৩ জন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বাংলাদেশ অনলাইন আওয়ামী টিম (বোট) এ পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন জকিগঞ্জের পরিচিত ৩ জন। গত ৩১ জানুয়ারী কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমোদনক্রমে ঘোষিত ৫১ সদস্যের কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে অনলাইন এক্টিভিটিজ জকিগঞ্জের পরিচিত মুখ যথাক্রমে এম. মহিউদ্দীন ডালিম ও বাবু রঞ্জন রায়কে। টুইটার উন্নয়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন জুনেদ আহমদ।

নবগঠিত জেলা কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে গোলাম কিবরিয়াকে এবং সাধারন সম্পাদক করা হয়েছে শাহরিয়ার আহমদ জোনাকে।

নবীনতর পূর্বতন