জকিগঞ্জে মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্টের বৃত্তি বিতরনী সম্পন্ন

নজমুল ইসলাম :::

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমূখর পরিবেশের মধ্যদিয়ে জকিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্টের বৃত্তি-সনদ ও পাগড়ী বিতরণী অনুষ্ঠান হয়।

টাস্টের সভাপতি মাওলানা ফজলুর রহমান 

চৌধুরী শিংগাইরকুড়ীর সভাপতিত্বে এবং যুগ্ম সচিব মাওলানা হাফিজ জামিল আহমদ, কার্যনির্বাহী সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী মহিউদ্দিন হায়দর ও জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওঃ কায়েস মাহমুদ চৌধুরী শিপারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ শায়খুল হাদিস আল্লামা হবিবুর রহমান (মুহাদ্দিস ছাহেব)

স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সচিব জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নূরুল ইসলাম। বক্তব্য রাখেন মাও.শিহাব উদ্দিন খাদিমানী, মাওঃ ফারুক আহমদ, মাওঃ মুহিবুর রহমান, সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল খালিক প্রমূখ।

উল্লেখ্য যে, এবারের বৃত্তি পরিক্ষায় বিভিন্ন গ্রেডে ৩১১ জন ছাত্র-ছাত্রী বৃত্তি লাভ করে।

নবীনতর পূর্বতন