সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামেল, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) - এর ঈসালে সওয়াব মাহফিল ১৫ জানুয়ারী মঙ্গলবার জকিগঞ্জের ঐতিহাসিক ফুলতলী ছাহেব বাড়ী সংলগ্ন বালাই হাওরে অনুষ্ঠিত হবে। দিনটিকে ঘিরে চলছে পুরোদমে প্রস্তুতি। প্রতি বছরের ন্যায় এবারো ঐতিহাসিক বালাই হাওরকে মাহফিলের জন্য প্রস্তুত করা হচ্ছে।
এ ব্যাপারে ফুলতলী আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ ও ঈসালে সওয়াব বাস্তবায়ন কমিটির সচিব মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান জানান, মানুষের সমাগম বেশি হওয়ায় গত বছরগুলোর চেয়ে এবার মাহফিলের পরিসর বৃদ্ধি করা হচ্ছে। মাহফিলের মূল স্টেজ ২৭ হাজার বর্গফুট, মূল প্যান্ডেল ৮১ হাজার বর্গফুট এবং প্যান্ডেলের বাহিরে বসার জন্য ১ লক্ষ ২০ হাজার বর্গফুটের জায়গা প্রস্তুত করা হচ্ছে। তাছাড়া সুষ্ঠুভাবে খাবার সংকুলানের জন্য ৭০ হাজার বর্গফুটের খাবারস্থান প্রস্তুত করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৬ ই জানুয়ারি বুধবার রাত ২ টার সময় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) সুবহানীঘাটস্থ নিজ বাসভবনে লক্ষ কোটি ভক্তদদের শোকের সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমান। বিশ্বের আনাচে কানাচে তাঁর ভক্ত, অনুরাগী রয়েছেন। প্রতি বছরের ১৫ জানুয়ারী দেশ বিদেশ থেকে এসে জমায়েত হন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ'র মুরিদীন-মুহিবীন সহ লক্ষ লক্ষ মানুষ।