ভাতিজা কর্তৃক চাচার ঘর ভাংগার অভিযোগ : ভাতিজা সহ আটক ৩

জকিগঞ্জের ইনামতি গ্রামের বিশিষ্ট্র মুরব্বী আয়াস আলী নিজ ভাতিজা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে বাড়িঘর ছাড়া আজ প্রায় দুই মাস থেকে। মধ্যযুগীয় কায়দায় চাচার ঘরবা‌ড়ি ভে‌ঙ্গে দেয়ার কার‌ণে বৃহস্প‌তিবার সকা‌লে উত্তে‌জিত জনতা দেশীয় অস্ত্রসহ ভা‌তিজা‌কে আটক ক‌রে‌ছে।

স্থানীয়রা জানান, চাচার সাথে পারিবারিক দ্বন্দ্ব থেকে চাচা এবং চাচাতো ভাইদের উপর নির্যাতন চালায় ভাতিজা আব্দুস সোবহান। পরে চাচা এলাকার মানুষদের ইউনিয়নের সম্মুখে জমায়েত করে বিষয়টি অবগত করেন এবং নির্যাতন থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সে বিষয়ে সবার কাছে সহযোগীতা চান। এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ বারবার বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যার্থ হন এবং উল্টো মামলা ও হয়রানির শিকার হন।

এক পর্যায়ে সে এবং ইনামতি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নজু সহ তার সাঙ্গপাঙ্গ কর্তৃক চাচাকে মারধর করে পিটিয়ে বাড়ি থেকে বাহির করে দেয় এবং চাচা আইনের সহায়তা নিলে উল্টো চাচা প্রশাসনের হয়রানির শিকার হন এবং সে ও তার বাহিনী নজু সহ চাচার অনেক পুরাতন ঘর দরজা ভেঙ্গে কঙ্খ‌িট হিসেবে বিক্রি করে এবং বাড়ির প্রায় অর্ধেক গাছপালা কেটে অর্ধেক দামে বিক্রি করে দেয়ে। ১৬ জানুয়ারী বুধবার চাচা আবার পুলিশকে সাথে নিয়ে বাড়িতে আসলে ঘরের এই অবস্হা দেখে চাচা মাটিতে লুটিয়ে পরেন এবং এর বিচার চান।

জানা যায় এই সুবহান দীর্ঘদিন থেকে এলাকাতে একের পর এক মিথ্যা মামলা দিয়ে এলাকার জনগনকে হয়রানী করতেছে এবং যে কেহ কথা বললে তার বিরুদ্ধে মামলা দিয়ে দেয় এবং অশালীন ভাষায় গালিগালাজ করে অশ্র নিয়ে হুমকি দেয়। এমনকি তার আপন দুই ভাইকে বাড়ি থেকে বের করে দিয়ে সে নিজে তাদের জায়গা সম্পত্তি দখল করে ভোগ করতেছে।

তার নিজ ভাই ইছামতি কামিল মাদ্রাসার শিক্ষক মাওঃআব্দুল করিম ও তার নিজ মা কে বাড়ি থেকে বের করে দেয় তারা বর্তমানে বাড়াটিয়া বাসায় থাকতেছেন।

এ ব্যাপপারে জকিগঞ্জ থানার ও‌সি হা‌বিবুর রহমান হাওলাদার জানান, চাচার বিরু‌দ্ধে ভা‌তিজা ইতিপূ‌র্বে দু‌টি মামলা ক‌রে‌ছেন। চাচার ঘরবা‌ড়ি ভাঙ্গার বিষয়‌টি পু‌লি‌শের আগে থে‌কে জানা নেই। গতকাল চাচার মামলা নি‌য়ে ৩ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে
নবীনতর পূর্বতন