বিয়ানীবাজার প্রতিনিধি :::
বিয়ানীবাজারে হঠাৎ করে গত তিনদিন থেকে রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ মোটরসাইকেল ধরতে হার্ডলাইনে রয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা ও পৌরশহরের বিভিন্ন স্থান থেকে প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, নতুন মোটরসাইকেল কিনে করে যারা এখনও রেজিস্ট্রেশন করেননি, তাদেরকে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আর পুরনো যেসব মোটরসাইকেলের কাগজপত্র ও রেজিস্ট্রেশন নেই সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, মোটরসাইকেল ছাড়ানোর ব্যাপারে কারো তদবির শুনবে না জানিয়ে বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) জাহিদুল হক বিয়ানীবাজার টাইমসকে বলেন, পুলিশ তার কাজ করে যাবে, সেখানে কারো তদবির শুনবে না পুলিশ।
যাদের কাগজ নেই, তাদেরকে অনতিবিলম্বে কাগজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, অবৈধ ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি ধরার এ অভিযান অব্যহত থাকবে।