জকিগঞ্জের মুফতি আবুল হাসান অসুস্থ : দোয়া কামনা

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জ‌কিগঞ্জ কেন্দ্রীয় জা‌মে মস‌জি‌দের খ‌তীব, লামারগ্রাম মাদ্রাসার ফ‌তোয়া বিভা‌গের প্রধান মুফ‌তি মাওলানা আবুল হাসান অসুস্থ হ‌য়ে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউ‌ন্ডেশ‌নে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন।

মুফ‌তি আবুল হাসান জানান, তাঁর শরী‌রে সুগার বে‌ড়ে গে‌ছে, বৃ‌দ্ধি পে‌য়ে‌ছে ক‌লো‌স্টো‌রেলও। তি‌নি ডা. ফ‌জিলাতুন নেছার তত্ত্বাবধা‌নে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। তাঁর সুস্থতার জন্য সক‌লের দোয়া কামনা করা হ‌য়ে‌ছে।

নবীনতর পূর্বতন