সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জস্থ আটগ্রাম-কাড়াবাল্লা খেয়াঘাটে সুরমা নদীর উপর দিয়ে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলাসহ বৃহত্তর সিলেটের বিভিন্ন উপজেলার লক্ষ লক্ষ লোকের যাতায়াত। কিন্তু একটি ব্রীজ না থাকায় প্রতিদিন লক্ষ লক্ষ লোক নদী পারাপারে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে। এছাড়া একটি ব্রীজের অভাবে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
জানা যায়, কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা ও পার্শ্ববর্তী জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকার সংযোগস্থল আটগ্রাম,কাড়াবাল্লা খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীর উপর দিয়ে এলাকার লোকজন, পথিক-পর্যটক, খেয়া, নৌকা বা একটি বাশের সাকো প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে। কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্নীপ্রসাদ পূর্ব ইউনিয়নে লোভাছড়া পাথর কোয়ারি রয়েছে। সুন্দর ছোট ছোট পাহাড়, টিলা ঘেরা সুন্দর মনোরম পরিবেশে কমলা, লেবু, আম,কাঠাল, সুপারী প্রভৃতি প্রাকৃতিক সম্পদ রয়েছে। অত্রাঞ্চলে তাকালে দেখা যায় কোথাও কোনো উন্নয়নের ছোয়া লাগেনি। বিশেষ করে রাস্তাঘাট,বিদ্যুৎ না থাকায় এলাকাটি একটি দ্বীপাঞ্চলের মতো পড়ে আছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অভাবে অত্র এলাকায় শিক্ষা, স্বাস্থ্যের চরম অবউন্নয়ন রয়েছে। এতে করে এলাকার মানুষ দরিদ্রতাকে বুকে নিয়ে এক মানবেতর জীবনযাপন করছে। এলাকায় বড়চালন নামক স্থানে পেট্রোল-ডিজেলের একটি পরিত্যেক্ত খনিজ স্থল রয়েছে। সুন্দর সমারোহ প্রাকৃতিক সম্পদে ভরপুর অত্র এলাকাটির সাথে দেশের যোগাযোগ ব্যবস্থার সংযোগ থাকলে প্রতিদিন অত্র এলাকা পরিদর্শনে অনেক পর্যটক ও পিকনিক ভ্রমনপিপাসু লোকজনের সমাগম ঘটতো। এতে করে সরকার ও অনেক রাজস্ব আয় করতো। রাস্তাঘাট উন্নয়নের অভাবে অত্রাঞ্চলের প্রাকৃতিক সম্পদ দেশের অন্যান্য স্থানে নেয়া-আনা করতে অনেক ভূগান্তিতে পড়তে হয়। এমনকি যাতায়াত ব্যায় অত্যধিক পড়ায় কৃষকরা মালামাল বিক্রি করে তেমন লাভবান হতে পারে না। যোগাযোগ ব্যবস্থায় অনুন্নত,দূর্গম, অত্রাঞ্চলের আইনশৃঙ্খলা অবস্থারও তেমন উন্নতি ঘটছে না।
শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা দূরাঞ্চলে থাকায় এলাকাবাসী এসব থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া এ ডিজিটাল যুগে অত্রাঞ্চল বিদ্যুৎতের অভাবে আজও অন্ধকারে অন্ধকারাচ্ছন্ন। এলাকার জনপ্রতিনিধিরা প্রতি নির্বাচনের পূর্বে অত্রাঞ্চলে একটি ব্রীজ নির্মানের আশ্বাস দিয়ে থাকেন । এমনকি ব্রীজ নির্মানের জন্য সুরমা নদীর নিচ থেকে অনেক পূর্বে মাটি পরীক্ষা করে নেওয়া হয়েছে। কিন্তু আজও অত্র এলাকায় ব্রীজ নির্মানের কোনো উদ্যোগ গ্রহন করা হয়নি। জকিগঞ্জ-কানাইঘাটসহ বৃহত্তর সিলেটের প্রতিটি উপজেলার ব্যবসায়ী,পর্যকদের যাতায়াত স্থল কাড়াবাল্লা সংযোগ স্থলে এলাকাবাসীর প্রানের দাবী একটি ব্রীজ নির্মান না হওয়ায় তাদের মধ্যে তুমুল ক্ষোভ, অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার অত্রাঞ্চলে একটি ব্রীজ নির্মানের পুনঃআশ্বাস দেওয়ায় এলাকাবাসী স্থির হয়ে আছে। শীঘ্রই অত্র এলাকায় এবার একটি ব্রীজ নির্মান করা হবে।