দীর্ঘ একযুগের বেশী সময় পর আবারো নতুন উদ্যোমে বিপ্লবী যুব সংস্থা

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

 দীর্ঘ একযুগেরও বেশী সময় পরে আবারো সক্রিয় ভুমিকায় সরব উপস্থিতি জানান দিয়েছে জকিগঞ্জের একসময়ের মুখর তারুণ্যের সৃজনশীল সংগঠন 'বিপ্লবী যুব সংস্থা'। ২০০৪ সালে জকিগঞ্জের থানাবাজারে তরুন সংগঠক জুবায়ের আহমদের নেতৃত্বে পথচলা শুরু করেছিল এ স্বেচ্চাসেবী সংগঠনটি। শুরুতে অনেক চমকপ্রদ নজরকাড়া কার্যক্রম দিয়ে শুরু হলেও সময়ের পরিক্রমায় একসময় গতি হারিয়ে ফেলে সংগঠনটি। ২০০৭ সালের শেষের দিকে সাহিত্য বার্ষিকী 'পয়গাম' প্রকাশের পর আর তেমন কোন কার্যক্রমে পাওয়া যায়নি এ সংস্থাকে।

২০১৯ সালের শুরুতে সংগঠনটিকে আবারও ঢেলে সাজিয়ে নতুনকরে প্রান দিতে চাচ্চেন নেতৃবৃন্দ। এ উপলক্ষে মঙ্গলবার (০১ জানুয়ারী) সন্ধায় স্থানীয় থানাবাজারে এক মতবিনিময় সভার আয়োজন করে কার্যক্রম শুরুর ঘোষনা দেওয়া হয়। বিপ্লবী যুব সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জুবায়ের আহমদের সভাপতিত্বে ও মহাসচিব মহিউদ্দীন ডালিমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিপ্লবী যুব সংস্থার সাংগঠনিক সম্পাদক আল-ইসলাহ নেতা মাওলানা নজমুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক শিক্ষক জিল্লুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক ইতালী প্রবাসী তোফায়েল  আহমদ খাঁন, ক্রীড়া সম্পাদক সংবাদকর্মী মাছুম আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক শিক্ষার্থী মোঃ আশিকুর রহমান প্রমুখ।

বিপ্লবী যুব সংস্থার নবযাত্রার ব্যাপারে সংগঠনটির প্রচার সম্পাদক শিক্ষক জিল্লুর রহমান সবুজ প্রান্তকে জানান, ২০০৭ সালের পর থেকে অনেকটা স্থভির হয়ে পড়েছিল আমাদের কার্যক্রম। আবারো নতুন করে আমরা সংস্থার সকল কার্যক্রম শুরু করতে একমত হয়েছি। সর্বমহলের সহযোগিতা পেলে আবারো আগের চেয়ে দ্বীগুন গতিতে কার্যক্রম চালিয়ে যাব, ইনশাল্লাহ।

নবীনতর পূর্বতন