বাবুরবাজার বনিক সমিতির প্রাক্তন সভাপতি ডাঃ চুনু মিয়া বারডেমে ভর্তি

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জের বাবুরবাজার বনিক সমিতির সাবেক সভাপতি ও দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট জোবেদআলী মাধ্যমিক বিদ্যালয় শাখার সভাপতি, সুলতানপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী বাবুরবাজারে টিপু মেডিকেল হলের স্বত্তাধিকারী  ডাঃ আব্দুল মতিন খাঁন (চুনু ডাক্তার) গুরুতর অসুস্থ।
ডাঃ আব্দুল মতিন খাঁনের ভাতিজা গোলাপগঞ্জ পনাইরচকর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ছালেহ আহমদ খাঁন ছালিক সবুজ প্রান্তকে জানান, ডাঃ আব্দুল মতিন খাঁন চুনু মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বারডেম হাসপাতালে ভর্তি আছেন।  গতকাল তার হার্টে রিং স্থাপন  করা হয়ছে। বর্তমানে তাঁর অবস্থা কিছুটা ভালো।
তাঁর আশু রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া  চাওয়া হয়েছে।
নবীনতর পূর্বতন