হাজার হাজার মানুষের শ্রদ্ধা ও চোখের জ্বলে চিরনিদ্রায় শায়িত আমরুডী পীর সাহেব

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
হাজার হাজার মানুষের শ্রদ্ধা আর চোখের জ্বলে চিরনিদ্রায় শায়িত হলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর বিশিষ্ট খলীফা, চুনারুঘাটের আহমেদাবাদ শাহী মসজিদ ও ঈদগাহের খতিব মাওলানা আব্দুল কুদ্দুস পীর সাহেব আমরোডী।

সোমবার বাদ আসর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আহমেদাবাদ আমরোড ছাহেব বাড়ী সংলগ্ন মাঠে হাজার হাজার ভক্ত ও মুসল্লিয়ানে কেরামের উপস্থিতিতে জানাযার নামাজে ইমামতি করেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

জানাযাপূর্ব সংক্ষিপ্ত  সমাবেশে মরহুমের জীবনের বিভিন্নদিক নিয়ে গুরুত্বপূর্ন নসিহত পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও হাইকোর্ট জামে মসজিদের খতীব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী।

জানাযার হাজার হাজার শোকার্ত মানুষ অংশগ্রহন করেন। জানাযা শেষে আমরোড ছাহেব বাড়ীতে তাঁকে দাফন করা হয়।

নবীনতর পূর্বতন