জকিগঞ্জ থেকে দিনদুপুরে নিখোজ হওয়া ফারুকের সন্ধান পাওয়া গেছে

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে দিনদুপুরে নিখোজ হন সদর ইউনিয়নের মানিকপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে ফারুক আহমদ তাপাদার। তিনি ঢাকার খিলক্ষেতে একটি ভাড়াটিয়া বাসায় থাকেন।

জকিগঞ্জের হাইদ্রাবন্দ গ্রামের তার মামা শ্বশুর মোঃ জামাল উদ্দীন ভাগ্নী জামাই ফারুককে পাওয়া যাচ্চে না বলে গত ২৯ জানুয়ারী জকিগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। সেখানে উল্লেখ করেন ফারুক আহমদ ঢাকা থেকে জকিগঞ্জ বেড়াতে এসে পুনরায় ঢাকা ফিরত যাওয়ার সময় নিখোজ হন। তার ব্যবহৃত দুটো মোবাইন ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোজাখোজির পর কোথাও তার সন্ধান না পেয়ে থানায় জিডি করা হয়।

এর পর তার নিখোজ হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

আজ দুপুরে নিখোজ হওয়া ফারুক আহমদের ব্যবহৃত মোবাইল নাম্বার 01926962871 এর মাধ্যমে সাপ্তাহিক সবুজ প্রান্তকে ফারুক জানান, তিনি ঢাকায় নিজ বাসায় আছেন এবং সুস্থ রয়েছেন।

ফারুক বলেন, বাড়ীতে জায়গা জমিনের পর্চা সংগ্রহের জন্য ভূমি অফিসে এসেছিলেন এবং কাজ শেষে ঢাকায় ফিরার পথে সিলেট কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় অজ্ঞাতনামা সিএনজি তাকে ধাক্কা দিয়ে ফেলে তার মোবাইল ফোন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। পরে মালিক সমিতির লোকজনের সহায়তায় অনেক পরে মোবাইল ফোন পেলেও জমির পর্চাসহ প্রয়োজনীয় কাগজপত্র আর ফিরে পান নি। মোবাইলের চার্জ না থাকায় তাৎক্ষনিক বাড়ীতে বিষয়টি বলতে পারেন নি, যার কারনে বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে বলে জানান ফারুক আহমদ।

এদিকে ফারুকের মামা বিএনপি নেতা আব্দুছ ছালাম জানান, ফারুকের সন্ধান পাওয়ার পর বিষয়টি জকিগঞ্জ থানায় জানানো হয়েছে।

নবীনতর পূর্বতন