সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন খোদাভীতি হচ্চে দুনিয়া ও আখেরাতের সফলতার অন্যতম চাবিকাটি। কেননা তাক্বওয়া বা খোদাভীতি অর্জন করতে পারলে পরকালীন মুক্তি লাভ করা সম্ভব, এবং এর সাথে দুনিয়ার সুখ শান্তি লাভ করাও যায়। তাক্বওয়া বা খোদাভীতিই মানুষকে সকল পাপাচার, অশ্লীলতা, অসামাজিক ও অনৈতিক কাজ হতে রক্ষা করতে পারে।
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) সড়কের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে তাফসীরুল কোরআন ও ঈসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিল বাস্তবায়ন কমিটির সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ আল আমিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাযিল সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মোশাহিদ আহমদ কামালী, ইছামতি কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, মাথিউরা সিনিয়র মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম জিহাদী, নবীগঞ্জ কদুরবাজার দাখিল মাদরাসার সুপার হাফিজ মাওলানা ফারুক আহমদ, বারহাল গাউসিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আব্দুল কাদির জিহাদি প্রমুখ।