সুলতানপুরে ঈসালে সওয়াব মাহফিল কাল

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

জকিগঞ্জের সুলতানপুর গ্রামের পশ্চিম মাঠে সাপ্তাহিক দারুল কেরাত শাখার উদ্যোগে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ও এলাকার মুর্দেগানের ঈসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে।

মাহফিলে প্রধান অথিতি হিসেবে বয়ান পেশ করবেন দারুল ফিকর ওয়াল ইফতার চেয়ারম্যান মুফতি আজম মাওলানা মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী।

বিশেষ অথিতির বয়ান পেশ করবেন লতিফিয়া ইমাম সোসাইটি জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব অধ্যাপক মাওলানা মুশাহীদ আহমদ কামালী। প্রধান মেহমান হিসেবে শুভাগমন করবেন ঢাকা থেকে আগত মাওলানা আবু সাঈদ আল-হাদী।

আমন্ত্রিত অথিতি হিসেবে গুরুত্বপূর্ন বয়ান পেশ করবেন থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দীন খাদিমানী, মৌলভীবাজার থেকে আগত মাওলানা আব্দুল ওয়াহিদ ও ফেন্সুগঞ্জের বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল খালিক।

মোবারক এ মাহফিলটি স্পন্সর করছেন ওমান প্রবাসী মোঃ মকবুল হোসাইন এবং মনোমুগ্ধকর ইসলামী সংগীত পরিবেশন করবে লতিফিয়া ইসলামী শিল্পী গোষ্ঠী। ইতিমধ্যে মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাহফিল ব্যবস্থাপনা কমিটির অন্যতম দায়িত্বশীল ইছাপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আলী হোসাইন।

নবীনতর পূর্বতন