আমরোডী পীর ছাহেবের ইন্তেকাল : সোমবার বাদ আসর নামাযে জানাযা

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বৃহত্তর সিলেটের প্রখ্যাত আলেম আলহাজ্ব মাওলানা আব্দুল কুদ্দুছ পীর ছাহেব আমরুডী আজ রাত ৮ টা ৩০ মিনিটের সময় ঢাকা পিজি হাসপাতালে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামায সোমবার বাদ আসর আমরোডী ছাহেব বাড়ীতে (ঘনশ্যামপুর) অনুষ্ঠিত হবে।

মরহুম পীর ছাহেব আধ্যাতিক জীবনে রঈসুল কোররা ওয়াল মুফাসসিরীন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ)-এর অন্যতম খলীফা ছিলেন।

তাঁর ইন্তেকালে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

নবীনতর পূর্বতন