সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
আল ইসলাহ ছায়াহীন নয়, ভবঘুরের মত নয়। আল ইসলাহ'র ছায়া হলেন আমাদের পীর ও মুর্শিদ হযরত বড় ছাহেব (আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী)। যা কিছু করা হয়েছে সব উনার নির্দেশে। একটি কথাও তাঁর নির্দেশনার বাইরে নয়। তাই যারা তাদের পীর ও মুর্শিদ নিয়ে দ্বিধা দ্বন্ধ করেন, তারা ফুলতলী সিলসিলার অন্তর্ভূক্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
তিনি মঙ্গলবার (১৫ জানুয়ারী ১৯) জকিগঞ্জের বালাই হাওরে দলটির প্রতিষ্ঠাতা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) - এর ১১ তম ঈসালে সওয়াব মাহফিলে উপরোক্ত কথাগুলো বলেন।