সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
পাঠানচক গ্রামের প্রবীণ মুরব্বী মাস্টার বদরউদ্দীন খাঁন (বদরু মাস্টার)-এর বড়ভাই পাঠানচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সামছুদ্দীন খাঁন (সমু খাঁ) মঙ্গলবার রাত ১০ টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের জানাযার নামায আজ (বুধবার) দুপুর ২ টার সময় পাঠানচক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
বিষয়
শোক সংবাদ