সিলেটের চন্ডিপুলে লতিফিয়া দারুল কোরআন মাদ্রাসার উদ্বোধন

কুরআন হিফজের পাশাপাশি আখলাকী তারবিয়াত গ্রহণ করলে পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব।
          মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, একজন মা-বাবার উচিত সন্তানকে দ্বীনি ইলিম শিক্ষা দেয়া। দ্বীনি ইলিম মানুষকে আদর্শবান নামাজী ও মুত্তাকী বানায়। অন্যদিকে যারা দ্বীনি ইলিম শিক্ষা দেয়ার কাজে নিয়োজিত, তাদেরকে শিক্ষার্থীর আমল, আখলাক, সুন্দর  করার পাশাপাশি তাঁর মাঝে জাহেরী ও বাতেনী সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। তিনি আরো বলেন, কুরআনুল কারিম আল্লাহর কালাম, এর হিফজ করা খুবই ভাগ্যের ব্যাপার। ৬মাসে কুরআন হিফজ করা বড় কথা নয়, সময় নিয়ে সাথে সাথে আখলাকী তারবিয়াত গ্রহণ করে কুরআনুল কারীম হিফজ করুন, তবেই পরিপূর্ণ মানুষ হওয়া সম্ভব।

তিনি আজ সোমবার দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ লতিফিয়া দারুল কুরআন মাদরাসা সিলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

মাওলানা আব্দুল মালিক এর সভাপতিত্বে ও মাদরাসার পরিচালক মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ শেখ মখন মিয়া, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সিলেট জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা ও সাধারণ সম্পাদক মাওলানা ছালেহ আহমদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর প্রচার সম্পাদক মারুফ আহমদ, জেলা আল ইসলাহ’র সদস্য হাফিজ রওশন আহমদ, অছিয়ত আলী দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা সুয়েব আহমদ, সুনামগনজ জেলা তালামীযের সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হেনা ইয়াসিন, দক্ষিণ সুরমা থানা তালামীযের সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন পাশা, আউশ কান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক মাওলানা আফজল হোসাইন, হাসান আহমদ ও মাসুদ আহমদ প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো: গোলাম হাসান চৌধুরী, নাতে রাসূল সা. পরিবেশন করেন মো: মশির আলম মিজান ও হাবিবুর রহমান।

নবীনতর পূর্বতন