সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জের কসকনকপুর ইউপির হানিগ্রামে দুই সন্তানের জননী রুমানা বেগম (৩০) কে হত্যা সন্দেহে স্বামী হানু মিয়া (৪৫) কে আটক করেছে পুলিশ। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন অ্যাডিশনাল এসপি সুদীপ্ত রায়। তিনি বলেন বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে স্বামী তার স্ত্রীকে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
থানার সাব ইন্সপেক্টর সৈয়দ ইমরোজ তারেক জানান স্বামীকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রীকে গলাটিপে হত্যার কথা সে স্বীকার করেছে।
এ ব্যাপারে হাসপাতালের ডা. খালেদ আহমদ জানান স্ত্রীকে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহিলার মুখের মধ্যে কীটনাশকের গন্ধ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর মুখের মধ্যে কীটনাশক ঢেলে দিয়েছে স্বামী। বিষয়টি থানা পুলিশকে জানালে স্বামী হানু মিয়াকে আটক করে পুলিশ।