দুঃসময়েও এরশাদের পাশে নেই রওশন  

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ চিকিৎসার জন্য আবার সিঙ্গাপুর যাচ্ছেন। আজ দুপুর ১২টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন।

শনিবার দুপুরে সিএমএইচ থেকে এরশাদকে রাজধানীর বারীধারার বাসা প্রেসিডেন্ট পার্কে আনা হয়েছে। গুরুত্বর অসুস্থ সাবেক এই রাস্ট্রপতিকে চিকিৎসার জন্য দুপুরে নেয়া হবে সিঙ্গাপুরে।

তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন জাপা প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং হুসেইন মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

এদিকে দীর্ঘদিন থেকে অসুস্থ এরশাদের পাশে থাকা দূরের কথা ৬২ বছরের দাম্পত্য জীবনের সঙ্গী স্ত্রী রওশন এরশাদ গুলশানের বাসা থেকে কয়েক মিনিটের পথ বারীধারায় গিয়ে স্বামীর দেখার প্রয়োজন বোধ করেননি।

প্রসঙ্গত, এরশাদ ও রওশন দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আলাদা ভাবে বসবাস করছেন। রওশন গুলশানে আর এরশাদ থাকেন বারীধারার দূতাবাস রোডের ১০ নম্বর প্রেসিডেন্ট পার্কে। বিদিশা ইসলামের সঙ্গে বিয়ের পর এরশাদ গুলশানের বাসা চেড়ে প্রেসিডেন্ট পার্কে চলে যান। যদিও শেষতক বিদিশাকে ছেড়ে দিয়েছিলো এরশাদ। তবে এরশাদ ও রওশন এক ছাদের নীচে আসেননি।  এদিকে রাজনীতিটা এখনো এক দলেই করছেন।

নবীনতর পূর্বতন