অসহায় জুবেলকে বাচাতে এগিয়ে আসুন

ব্রেইন টিউমারে আক্রান্ত জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ গ্রামের মৃত শরীফ উদ্দীনের ছেলে জুবেল আহমদ। জুবেলের মা বাবা কেউ পৃথিবীতে নেই। অভিভাবক বলতে জুবেলের বড়ভাই দিনমজুর কবির আহমদ।

বড়ভাই কবির আহমদ জকিগঞ্জ বাজারের মতিন রেষ্টুরেন্টে কর্মচারী হিসেবে কাজ করেন। দিনমজুর কবিরের  একটি ছেলে ও পরিবারের খরচ চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্চে। তাই কবির আহমদের পক্ষে ছোটভাই জুবেলের সুচিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব।

তারপরেও কবির নিজ সাধ্যনুযায়ী ও বিভিন্ন হৃদয়বান বক্তিদের কাছ থেকে সাহায্য ও ঋণ নিয়ে ছোট ভাই জুবেল আহমদকে বাঁচাতে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করে একটি অপারেশন করিয়েছে। জুবেলকে সুস্থ করে তুলতে হৃদয়বান মানুষের আর্থিক সহায়তা খুবই প্রয়োজন।

দেশ ও বিদেশে অবস্থানরত বিভিন্নক্ষেত্রে মানবতার সেবায় অবদান রাখা সূর্য সন্তানদের কাছে দিনমজুর কবির তার ভাইকে বাচাতে সাহায্যপ্রার্থী ।

যোগাযোগ:
কবির আহমদ (জুবেলের বড়ভাই)
বিকাশ পার্সোনাল নং  01728185180
গ্রামঃ বিলরবন্দ, জকিগঞ্জ পৌরসভা, সিলেট।

নবীনতর পূর্বতন