সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারেন ৩ নং কাজলসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ রশীদ বাহাদুর। তিনি জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সভাপতি ও চেয়ারম্যান এসোসিয়েশনের সাবেক সভাপতি।
নির্বাচনী মাঠে আলোচিত এই রাজনৈতিক নেতা ও নব্বইয়ের দশকের রাজপথের জনপ্রিয় ছাত্রনেতা সাবেক চেয়ারম্যান রশীদ বাহাদুর আসতে পারেন একাধিক সুত্র থেকে এরকম খবর পাওয়ায় রাজনৈতিক সমীকরনের দৃশ্যপঠ অনেকটা পাল্টে যাবে বলে মনে করেন তাঁর সমর্থক আল-ইসলাহ নেতা কর্মীরা। তারা মনে করেন এ পর্যন্ত চেয়ারম্যান পদে যাদের নাম শুনা যাচ্চে তাদের মধ্যে রশীদ বাহাদুর সবদিক থেকে এগিয়ে আছেন।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যন এম. এ রশীদ বাহাদুরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা নির্বাচনে তাঁর দল (আল-ইসলাহ) তাকে সমর্থন দিলে তিনি নির্বাচন করতে আগ্রহী আছেন।
এ প্রসঙ্গে জকিগঞ্জ পৌরসভা আল-ইসলাহ'র সভাপতি কাজী হিফজুর রহমান বলেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যন পদে এম. এ রশীদ বাহাদুর আসলে বিজয় অর্জন করা সম্ভব। কারন তিনি কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন থাকাকালে অনেক যুগান্তকারী ও সাহসী কাজ করে পূরো উপজেলায় আলোড়ন সৃষ্টি করেন। যার কারনে তিনি ইউপি চেয়ারম্যানদদের সর্বদলীয় সংগঠন ' জকিগঞ্জ চেয়ারম্যন এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তাছাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং-এ অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে আপোষহীন ভূমিকার কারনে সর্বমহলে আলোচনায় আসেন।
জানা যায় রশীদ বাহাদুরের সাথে আ'লীগ-বিএনপির প্রভাবশালী অনেক জেলা ও কেন্দ্রীয় নেতার ঘনিষ্ট সম্পর্ক রয়েছে।
তাছাড়াও রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। সমাজিক সংগঠন 'জকিগঞ্জ সমিতি সিলেট' -এর বর্তমান সেক্রেটারী, নিরাপদ সড়ক আন্দোলন বিষয়ক সংগঠন 'যাত্রী কল্যাণ পরিষদের সাধারন সম্পাদক পদে রয়েছেন।