ষ্টাফ রিপোটার
অপরদিকে নিজেদের মালিকানা দাবী করে দখল রার্থে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন দোকান কোটা নির্মাতারা। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা।
আনসার কাব সভাপতি সিরাজ উদ্দিন বলেন, সরকারী জায়গা বন্দোবস্তো নিয়ে কাবঘর নির্মাণ করলেও কয়েক বৎসরপূর্বে আনসার ভিডিপির কাবঘর ভেঙ্গে স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী মহল দখল করে দোকানপাট নির্মাণ করে। কাবের জায়গা উদ্ধারে এখন মাঠে নেমেছি।
বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক অলিউর রহমান জানান, কতিপয় ভূমি খেকোরা জায়গা দখল করে স্থাপনা তৈরী করে লিজ নেওয়ার পায়তারা চালাচ্ছে। সরকারের উক্ত কোটি টাকায় জায়গায় বাজারের সেড নির্মাণ করলে রাজস্ব আয় দ্বিগুন বাড়বে।
সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, বাজারের সরকারী জায়গা সরকারের কাজে ব্যবহৃত হলে জনগনের সুবিধা হবে।
সার্ভেয়ার জাকির হোসেন বলেন, উক্ত ভূমি সরকারী উলেখ করে বলেন। উর্ধতন কতৃপরে নির্দেশে নির্মাণ বন্ধ করা হয়েছে। বিয়ষটি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জকিগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিষয়টি তদন্ত করছেন। সরকারী জায়গা কেউ দখল করলে প্রয়োজনে উচ্ছেদ অভিযান চালানো হবে।
জকিগঞ্জের বাবুর বাজারের সরকারী সম্পতি দখল পাল্টা দখল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। আনসার ভিডিপির দখল হওয়া অফিসের জায়গা বাঁশের বেড়া দিয়ে স¤প্রতি আবারো দখল নিয়েছে আনসার ভিডিপির কাবের সভাপতি জকিগঞ্জ ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার সিরাজ উদ্দিন। অপর দিকে বাজারের ৫৪শতক ভিপি সম্পত্তিতে দোকান কোটা নির্মাণ নিয়েও চলছে উত্তেজনা। বাজার কমিটির সাধারণ সম্পাদক অলিউর রহমান জবর দখল করে দোকান কোটা নির্মার্ণের ব্যাপারে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করলে প্রশাসনের হ¯—েেপ বন্ধ রয়েছে নির্মাণ কাজ।
অপরদিকে নিজেদের মালিকানা দাবী করে দখল রার্থে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন দোকান কোটা নির্মাতারা। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা।
আনসার কাব সভাপতি সিরাজ উদ্দিন বলেন, সরকারী জায়গা বন্দোবস্তো নিয়ে কাবঘর নির্মাণ করলেও কয়েক বৎসরপূর্বে আনসার ভিডিপির কাবঘর ভেঙ্গে স্থানীয় কতিপয় স্বার্থান্বেষী মহল দখল করে দোকানপাট নির্মাণ করে। কাবের জায়গা উদ্ধারে এখন মাঠে নেমেছি।
বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক অলিউর রহমান জানান, কতিপয় ভূমি খেকোরা জায়গা দখল করে স্থাপনা তৈরী করে লিজ নেওয়ার পায়তারা চালাচ্ছে। সরকারের উক্ত কোটি টাকায় জায়গায় বাজারের সেড নির্মাণ করলে রাজস্ব আয় দ্বিগুন বাড়বে।
সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, বাজারের সরকারী জায়গা সরকারের কাজে ব্যবহৃত হলে জনগনের সুবিধা হবে।
সার্ভেয়ার জাকির হোসেন বলেন, উক্ত ভূমি সরকারী উলেখ করে বলেন। উর্ধতন কতৃপরে নির্দেশে নির্মাণ বন্ধ করা হয়েছে। বিয়ষটি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, জকিগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিষয়টি তদন্ত করছেন। সরকারী জায়গা কেউ দখল করলে প্রয়োজনে উচ্ছেদ অভিযান চালানো হবে।