সুযোগ পেলে নির্বাচিত নারীরা পরিবারের মতো সাজাতে পারে ইউনিয়ন পরিষদ

জকিগঞ্জে ম্যাস্-লাইন মিডিয়া সেন্টারের মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তারা 

নিজস্ব প্রতিবেদক :
নির্বাচিত নারীরা সভা সমিতিতে অংশগ্রহন ছাড়া নির্বাচনী কোন প্রতিশ্রুতি বাস্তবায়ন বা জনসেবায় কার্যকর  কোন ভূমিকা পালন করতে পারছেন না। সঠিক মুল্যায়ন ও যথাযথ সুযোগ পেলে নির্বাচিত নারী প্রতিনিধিরা পরিবারের মতো সাজাতে পারেন ইউনিয়ন পরিষদ। প্রথমবারের মতো জকিগঞ্জে ‘ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে নির্বাচিত নারীদের ভূমিকা” শীর্ষক মিট দ্য প্রেস অনুষ্ঠানে ২৮ ডিসেম্বর বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচিত জনপ্রতিনিধি ও সাংবাদিকরা এ অভিমত ব্যক্ত করেন।

গণমাধ্যম বিষয়ক সেচ্চাসেবী সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি)র আয়োজনে সুইজ এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)র সহযোগিতায় সিভিআইপিএস প্রজেক্টের অধীনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সংরতি ওয়ার্ডের নির্বাচিত নারী প্রতিনিধি ছাড়াও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসক্লাব সহ-সভাপতি এম. আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন, এমএমসির রিজিওনাল প্রজেক্ট অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাকিম হায়দর, মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, আব্দুর রশীদ বাহাদুর, কবির আহমদ, ফয়েজ আহমদ, ইকবাল আহমদ চৌধুরী একল, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম.এ মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, সমকাল প্রতিনিধি শ্রীকান্ত পাল, দৈনিক আমারদেশ প্রতিনিধি এখলাছুর রহমান, নয়াদিগন্ত প্রতিনিধি সীমান্ত তরফদার মাসুদ, মানবজমিন প্রতিনিধি রিপন আহমদ, কেএম মামুন, সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক ও প্রকাশক জুবায়ের আহমদ, জকিগঞ্জ নিউজটুয়েন্টিফোর ডট টিকে  সম্পাদক রহমত আলী হেলালী, হৃদয়ে জকিগঞ্জ সম্পাদক এনামুল হক মুন্না, আবু বক্কর মোঃ ফয়সল, মোরশেদ লস্কর, পৌর কাউন্সিলর হোসনে জাহান রিনা, জোসনা খানম, সালেহা বেগম, ইউপি সদস্য সামিরা জান্নাত, জোবেদা খাতুন, জুলেখা বেগম, নারী নেত্রী মরিয়ম, প্রমূখ। 

ইউনিয়ন পরিষদ শক্তিশালীকরণে নির্বাচিত নারীদের ভূমিকা” শীর্ষক আলোচনায় সুধী মহলের বক্তব্য
.
মিজানুর রহমান
রিজিওনাল প্রজেক্ট কো অর্ডিনেটর, সিলেট
ম্যাস লাইন মিডিয়া সেন্টার(এমএমসি)
 ---------------
শিক্ষায় অনগ্রসরতা, ধর্মীয় গোঁড়ামী, সামাজিক কুসংস্কার ও সচেতনতার অভাব, আইনী সীমাবদ্ধতা বা আইন সম্পর্কে অজ্ঞতার কারণে নির্বাচিত নারী সদস্যবৃন্দ পরিষদে কাক্সিখত সফলতা দেখাতে পারছেন না। রাষ্ট্রীয় ব্যবস্থা, সামাজিক কাঠামো ও প্রচলিত আইন পরিবর্তন হলে  স্থানীয় বিবাদ মিমাংসা, পরিবার পরিকল্পনা, ¯^াস্থ্য, স্যানিটেশন, পুষ্টি, পরিবেশ, শিক্ষা উন্নয়ন, কর আদায়, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, বাল্য ও বহু বিয়ে, এসিড, ধর্ষণ, ইভটিজিং বন্ধে নির্বাচিত নারী সদস্যরা ইউপিতে বিশাল ভ’মিকা রাখতে পারেন। সচেতন ও যোগ্য নির্বাচিত নারী সদস্যরা সুযোগ পেলে এসব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নিজেদের সম্পৃক্ত করতে পারবেন। প্রচলিত আইনে তিন ওয়ার্ডে নির্বাচিত একজন নারী সদস্য একটি নাগরিকতার সনদও দিতে পারেন না। নারী ক্ষমতায়নে এর চেয়ে বড় পরিহাস আর কি হতে পারে!    
.

এম.আব্দুল্লাহ আল মামুন
দৈনিক কালের কণ্ঠ ও সবুজ সিলেট প্রতিনিধি
----------
বিষয় বস্তুর উপর মূল প্রবন্ধ উপস্থাপন করে আল মামুন বলেন ইউপিতে বিগত ৩৫ বছরের নারী সদস্যদের ইতিহাস বেশ সুখকর নয়। এখানে নারীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে পারিনি। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যে নারীরা চির স্মরণীয় অবদান রেখেছেন যথাযথ সুযোগ পেলে ইউপিতেও সে নারী সমাজ নেতৃত্ব বিকাশে এগিয়ে আসবেন। নারীর পরিবারের  অভিজ্ঞতাকে কাজে লাগানো যেতে পারে ইউনিয়ন পরিষদেও। নারীর ত্যাগ, সেবা ও শিক্ষা ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে পারে। একে গতিশীল করতে নির্বাচিত নারীদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। মহামতি প্লেটো তাঁর জগৎখ্যাত ‘রিপাবলিক’ গ্রন্থে বলেন-Woman is an indispensable part of the mankind who must complete their role to vibrate common interest. ইউনিয়ন পরিষদে শুধু নারীর উপস্থিতি নয় কার্যকর ও সুনির্দিষ্ট দায়িত্বের বিয়টিও নিশ্চিত করা আবশ্যক।
.
মোর্শেদ লস্কর
সম্পাদক- সীমান্ত কুঁড়ি
-----------------------------
‘যে রাঁধে সে চুলও বাধে’। আজকের পৃথিবীতে সর্বত্র নারী ঘরে বাইরে সমান ভূমিকা পালন করছে। ‘সংরক্ষিত আসনে’ হলেও আমরা নারীদের উন্নয়ন ধারায় সম্পৃক্ত করতে পেরেছি। আগামীতে এ ক্ষেত্র আরো সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী। পরিষদে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে তাদের গ্রহণ করে সহযোগিতা করতে হবে।
.

অপূর্ব পাল
দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি
-------------------
‘নারীরা কাজ করতে পারবে না’ এমন একটি ধারণা আছে সমাজে। তবে এ ধারণা ক্রমেই ভাঙ্গছে। গত ১০-১৫ বছরে নির্বাচিত নারী প্রতিনিধিরা যথেষ্ট এগিয়েছে। সবাই মিলে তাদের সহযোগিতা করতে হবে। মিডিয়া তাদের সম্পর্কে ইতিবাচক ভ’মিকা পালন করতে হবে। এক সময়ে নারীদের মূল্যায়ন করা হতো না। বর্তমানে নারীদের মূল্যায়ন করা হচ্ছে তবে নারীদের উন্নয়ন মূলক কাজে আরো বেশি করে অংশ গ্রহণ করতে হবে।
.
জুবায়ের আহমদ
সম্পাদক - সাপ্তাহিক  সবুজ প্রান্ত
------------------------
নারীরা হাড়ির খবর জানেন। এলাকার কার কি সমস্যা তা নারী সদস্যরা সহজেই জানতে পারেন। পরিষদের সাথে আলোচনা করে নিতে পারেন সে সমস্যা সমাধানের উদ্যোগ। নাগরিক সুবিধা নারীদের মাধ্যমে বেশি পৌঁছানো সম্ভব।
.
এখলাছুর রহমান
দৈনিক জালালাবাদ ও আমারদেশ প্রতিনিধি
--------------
অনেক নারী সদস্য নির্বাচিত হবার পর বুঝতেই পারেন না তার কি করণীয়। অধিকারের সাথে কর্তব্যের বিষয়টি তাদের মনে রাখতে হবে। এ ক্ষেত্রে সংবাদকর্মীরা বলিষ্ঠ ভ’মিকা পালন করতে পারেন।

.
এম এ মালেক চৌধুরী
সভাপতি - জকিগঞ্জ প্রেসকাব
--------------
স্থানীয় সরকারে নারীদের ভ’মিকা নিয়ে দ্ব›দ্ব আছে। তবে এ ক্ষেত্রে সদস্য, সংরক্ষিত আসনের সদস্য ও চেয়ারম্যানদের সমন্বয়ের কোনো বিকল্প নেই। শুধু বাংলাদেশে নয় উপমহাদেশেই নারীরা নির্যাতিত। আস্তে আস্তে নারীরা নিজেদের সম্পৃক্ত করতে হবে পরিষদের সাথে। ক্ষমতা দেয়ার নয়, নেয়ার বিষয়। শিক্ষিত নারী সদস্যরা চেয়ারম্যানদের কাছ থেকে ঠিকই তার হিস্যা বুঝে নিতে পারে। নারীদের উন্নয়নের নামে শুধু পদবী  দিয়ে মূল্যায়ন করলে হবে না বরং তাদের সকল উন্নয়নমূলক কাজের যথাযথ মূল্যায়ন করতে হবে। তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে। যাথে তারা  তাদের অধিকার আদায় করে নিতে পারে।
.
শ্রীকান্ত পাল
দৈনিক সমকাল প্রতিনিধি
------------
নারীরা নির্বাচিত হচ্ছে ঠিকই তবে অধিকাংশই অশিক্ষিত। করণীয় সম্পর্কে তাদের ধ্যান ধারণা নেই। তারা নিজেরাই তাদের সম্পর্কে জানে না। প্রশিণের মাধ্যমে তাদের যোগ্য ও দ হিসাবে গড়ে তুলতে হবে তবেই নারী প্রতিনিধিরাই পরিষদকে সুন্দর ও গতিশীল করতে বেশী ভূমিকা রাখতে পারবে। মিডিয়াও এ ক্ষেত্রে তেমন কোনো  ভূমিকা রাখছে না। মিডিয়ার লোকজনদেরকে স্থানীয় সরকার সম্পর্কে পুরোপুরি ধারনা থাকতে হবে। প্রয়োজনে তাদেরও  প্রশিন  দিতে হবে।

.
জুলেখা বেগম
সদস্য - জকিগঞ্জ ইউপি
------------
আমরা কাজ কাম পাই না। মেম্বাররা সব কাজ বাইট্রা নেইনগি । কাজ চাইলেও দেইন না। কইন তুমি তাইন কে ?  মেম্বাররা  ইংসা নিন্দা করইন। পাঁচটা নাম দিতে কইন। কার নাম তইয়া কার নাম দিমু। আমরা মাইনষর কাছে সরম পাই। আপনাইনতে আমরারে সহযোগিতা করউক্কা।

.
জোসনা খানম
কাউন্সিলর , জকিগঞ্জ পৌরসভা
------------
আমরা ওয়ার্ডে ওয়ার্ডে আইটটা ভোট আনতে পারছি আর কাম করতে পারতাম নায় ইলা কোনো কতা নায়। কেউ কউ বুইঝজা না বুজার বান করইন। অবহেলা কইরা আমরারে পিছে রাখইন। ইলা আয়োজন করায় আমরা মনের কতা কইতাম পারছি। তাইন তাইন ৯০টা নাম দিবা আর আমরা (মহিলারা) ১০টা নাম দিমু ইলা মানা যায়না । সমান সমান কইরা বাইটটা দিতে অইব। কাম না করলে আমরার হিরিবার বোট(ভোট) চাইমু কিলা ?
জনগণের বোটে নির্বাচিত হয়ে আমারা তাদেরকে কিতা দিতাম পারছি। আমরা আমাদের পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে নির্যাতনের শিকার। একজন পুরুষ সদস্য কাজ করাতে পারেন কিন্তু আমাদেরকে কাজ দেয়া হয় না। আমরা মহিলারা কেন পারব না। দেশের প্রধানমন্ত্রী মহিলা হয়ে দেশ চালাতে পারেন। আমরা কেন ইউনিয়ন চালাতে পারবো না। আমি এ অনুষ্ঠানের আয়োজন করার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাই।
.

হোসনে জাহান রিনা
কাউন্সিলর, জকিগঞ্জ পৌরসভা
------------------
সরকার আমরারে কাগজে কলমে দায়িত্ব দিছে বাস্তবে না। ‘ সংরক্ষিত ’ বলে আমাদের দাবিয়ে রাখে। কেই এ খবর নেয় না। নারীদের পেছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়।হোসনে জাহান রিনা
নারী সদস্যরা ৩টি ওয়ার্ডের ভোটারের কাছে গিয়ে নির্বাচিত হতে হয়েছে। কিন্তু কাজের ক্ষেত্রে তাদের কোন মুল্যায়ন করা হয় না। সৃষ্টির সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার দেয়া হলেও আমাদের পরিষদে তা হয় না।
.


আব্দুর রশিদ বাহাদুর
চেয়ারম্যান , কাজলসার ইউনিয়ন পরিষদ
---------------
আমাদের সমাজে যোগ্য নারীদের নির্বাচিত করা হয় না। সমাজের সকল ক্ষেত্রে যোগ্যতার প্রয়োজন রয়েছে । এলাকার দুর্বল ও নিচু পরিবার থেকে শিক্ষা দীক্ষা নাই এমন নারী  সদস্যদের প্রার্থী করা হয় সমাজ থেকে। নির্বাচিত অনেক নারী পরিপত্র ও মামলা কিছুই বুঝে না। আমরা যোগ্য মহিলাদের নির্বাচিত করতে পারি না। যোগ্যই পারে অধিকার আদায় করতে। তারা নিজেদের প্রতিনিধি না ভেবে  ‘নারী’ ভাবে। তাদের প্রশিক্ষণ দিতে হবে।
.
আব্দুস সাত্তার
চেয়ারম্যান , বীরশ্রী ইউপি 
------------
নারীদের উচিৎ ‘সংরক্ষিত’ মহিলা আসন ছেড়ে সাধারণ পদে অংশ গ্রহণের মাধ্যমে জনপ্রতিনিধি হওয়া। আমারা নারীদের যথাযথ মূল্যায়ন করে থাকি। তিনি বলেন, নারী পুরুষ সকলকে একটি ১৩ সদস্যের পরিবার হিসেবে কাজ করে যেতে হবে। সংরক্ষিত আসনের সদস্যদের সাথে আলোচনা করে বন্টন তালিকা তৈরী করতে হবে। ‘প্রাপ্য অধিকার’ তাদের দিতে হবে। তার পরিষদে একজন নারী সদস্যকে তিনটি বিচারের দায়িত্ব দেয়ার পর দুটি ভালোভাবে সম্পন্ন করেছেন উল্লেখ করে তিনি বলেন- উন্নয়নে , বিচারে সব জায়গায় তাদের পরামর্শ নেয়া প্রয়োজন। 
.

কবির আহমদ
চেয়ারম্যান , খলাছড়া ইউপি
-----------------
ইউনিয়ন শক্তিশালীকরণে নারীরা যথেষ্ট ভুমিকা পালন করে যাচ্ছেন, তবে তারা সকলেই যদি সূ-শিক্ষিত হতো তাহলে আরো বলিষ্ঠ ভুমিকা রাখতে পারতেন। তিনি সংরক্ষিত আসন বাতিল করে সাধারণ আসনে নির্বাচনের ব্যাবস্থা গ্রহণে সরকারের প্রতি আহবান জানান। ‘কোটা’ প্রথার বিলুপ্তি দাবী করে বলেন এটি নারী উন্নয়নের অন্তরায় । উম্মুক্ত ওসরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
.
মরিয়ম সুলতান
সমাজকর্মী
--------------
নারীরা যদি সূ-শিক্ষায় শিক্ষিত হতে পারে তবে পুরুষরাও বুঝতে পারবে নারীরা কতটুকু অগ্রগামী। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও মুল্যায়ন করতে হলে পুরুষদের শিক্ষিত 

.

সীমান্ত তরফদার মাসুদ
দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি
-------
একজন মা যেমন একটি পরিবারে গুরুত্বর্পর্ণ ভ’মিকা পালন করতে পারেন তেমনি একজন নির্বাচিত নারী সদস্য পরিষদেও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন। শিক্ষিত নারীদের নির্বাচিত করতে হবে। শিক্ষিত নারীরা সমাজের উন্নয়নে  ভুমিকা রাখতে পারে।
করে তুলতে হবে।
.
এনামুল হক মুন্না
দৈনিক সিলেট সংলাপ প্রতিনিধি, সমাপাদক-হ্রদয়ে জকিগঞ্জ
-------------
বাঙ্গালী নারীরা অবহেলিত। নারী সদস্যদের  কী কী কাজ রয়েছে সে সম্পর্কে অবহিত নয় বলে পুরুষরা তাদের উপর কর্তৃত্ব করার চেষ্টা করেন। এতে অনেক ক্ষেত্রে মানবাধিকারও লক্সিঘত হয়।
.

রহমত আলী হেলালী
সম্পাদক - জকিগঞ্জ নিউজ টুয়েন্টি ফোর টিকে
------------
নির্বাচন এলে মুসলমান নারীদের অনেক এলাকায় প্রার্থী করাতে চান না এলাকাবাসী। তারা ‘হিন্দু নারী প্রাথীর্’ খুঁজেন। নারীরা তাদের অধিকার আদায় করতে অনেক সময় তারা নিজেরাই পিছিয়ে থাকেন। বিবেকবান, শিক্ষিত ও মার্জিতরা নির্বাচিত হলে ক্ষমতা নিজের এটা বুঝে নিতে পারবেন যার যার মতো করে।
.

আহমদুল হক চৌধুরী বেলাল
ফটো সাংবাদিক
---------------
আমার স্ত্রী ১৯৯৬ সালে যখন ইউনিয়ন পরিষদে সদস্য পদে নির্বাচন করেন তখন তার সাথে আমার ঘরের কাজের মেয়েও প্রতিদ্বন্দীতা করে। অনেক আপত্তি সত্তে¡ও আমি বৈষম্য ভাঙ্গার জন্য সম্ভান্ত ঘরের বধুকে নির্বাচনে নিয়ে আসি । তিনি এখন উপজেলা ভাইস চেয়ারম্যান। এভাবে নারীদের এগিয়ে দিতে হবে।  পরিচেয়ারম্যানদের যথাযথ সহযোগিতা পেলে নারী সদস্যরা ইউপি শক্তিশালীকরণে যথাযথ ভুমিকা রাখতে পারবেন। 
.
ফয়েজ আহমদ
চেয়ারম্যান , জকিগঞ্জ সদর ইউপি
-------------
চেয়ারম্যান ও সদস্যদের শুধু গম আর চাল বিতরণই কাজ নয়। বরং সমাজের অনেক দায়িত্ব রয়েছে যা আমাদের জানার অভাব রয়েছে। আমরা অনেকে ম্যানুয়ালই জানি না। আমার পরিষদে বিগত দিনে এক ‘মে¤^ারনি’ ছিল সে কিছুই বুঝত না।‘ কোথায় পাই, কোথায় খাই’ ছিল তার স্বভাব।  ‘চোখের পানি’ নারীদের একটা অস্ত্র এটা কেউ কেউ ব্যবহার করার অপচেষ্টা করেন। সিলেট অঞ্চলের নারীরা জড়তা ভেঙ্গে বেড়িয়ে আসতে চান না। আমাদের সৌহার্দ না থাকলে ইউপি শক্তিশালী হবে না।
.

 আবুল খায়ের চৌধুরী
সেক্রেটারী জকিগঞ্জ প্রেসক্লাব
--------------
পরিবহনে, ইউপিতে, উপজেলা ও সংসদে নারীদের ‘সংরক্ষিত’ আসন রয়েছে । এর দ্বারা আমরা নারীদের ক্ষমতায়ন কতটা সংরক্ষণ করতে পেরেছি  তা পর্যালোচনা করতে হবে। শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ নারী নেতৃত্বের উর্বর ভ’মি। বর্তমান সরকার নারীদের যথেষ্ট মুল্যায়ন করে যাচ্ছে। শুধু কাগজে কলমে প্রজেক্টে নয়, নারীদের সকল উন্নয়ন মুলক কাজে সম্পৃক্ত রাখতে হবে।
.
আবু বক্তর মোঃ ফয়সল
গণমাধ্যমকর্মী
------------
যোগ্যতা সম্পন্ন সু-শিক্ষিত ধর্মীয় গুড়ামীমুক্ত নারী নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করণে বলিষ্ট ভূমিকা রাখতে পারে। এজন্য প্রচলিত আইনের পরিবর্তন ধর্মীয় গুড়ামী ও সামাজিক কু-সংস্কার রোধ এবং সমাজে নারীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পারলে  নির্বাচিত নারী ইউনিয়ন পরিষদে, নারী নির্যাতন, ইভটিজিং,বাল্য বিবাহসহ নারীদের উন্নয়নে বলিষ্ট ভূমিকা রাখতে পারে।

.

রিপন আহমদ
দৈনিক মানবজমিন প্রতিনিধি
--------------
আমাদের পরিষদগুলিতে খাই খাই একটা অবস্থা চলছে। ঘষাঘষিতে নারী সদস্যরা ঠিকতে পারছে না। নারীদের অধিকার কি তা বুঝতে হবে এবং তা আদায় করে নিতে হবে।

.

সাজনা সুলতানা হক চৌধুরী
ভাইস চেয়ারম্যান
জকিগঞ্জ উপজেলা পরিষদ
-----------
নারী সদস্যদের জন্য সুনির্দিষ্ট আইন করতে হবে। আইন সম্পর্কে ধারণা দিতে হবে। সটিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বুল বুঝাবুঝি দূর করতে হবে। উচ্চ বিত্ত ও সুশিক্ষিত নারীদের নির্বাচনে উদ্বুদ্ধ করতে হবে। নারীদের মানুষের কাছে যেতে হবে মানুষের কথা শুনতে হবে।
.
মোস্তাকিম হায়দর
ভাইস চেয়ারম্যান
জকিগঞ্জ উপজেলা পরিষদ
-----------
উপজেলার নয় ইউনিয়নের  ২৭ জন এবং পৌরসভার ৩ জন নির্বাচিত নারী সদস্যকে নিয়েই আমাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। একজন সাধারণ সদস্য এক ওয়ার্ড থেকে ১০০ জন ভাতা গ্রহিতার নাম দিতে পারলে একজন মহিলা সদস্যও তিন ওয়ার্ড থেকে ১১০জনের নাম দিতে পারবেন।
..

শাব্বির আহমদ
চেয়ারম্যান,
জকিগঞ্জ উপজেলা পরিষদ
-----------
নারী একটি শক্তি, নারী একটি প্রেরণার নাম। হযরত খাদিজা (রা.) নারী হয়ে ব্যবসা ও যুদ্ধ করেছেন। ‘পর্দার মধ্যে’ থেকে নারীদের কাজ করতে হবে। আইনে আমাদের নারীদের ক্ষমতা আছে তা বাস্তবায়ন করতে হবে। হঠাৎ বেশী ক্ষমতা দিলে নারীরা ‘বেহুশ’ হয়ে যাবেন ! অনেকে প্রতারণার জন্য নারীকে ব্যবহার করছে। সততা ও জবাবদিহিতার সাথে পরিষদ পরিচালনার দাবী করে বলেন কারো দুর্নীতি প্রমাণিত হলে ব্যবস্থা নিবো। নারী নির্যাতনে জকিগঞ্জ সিলেটে প্রথম ছিলো বর্তমান পরিষদের চেষ্টায় তা কমেছে।
.

মোহাম্মদ এমরান হোসেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা, জকিগঞ্জ
-------
‘রাজা করছে রাজ্য শাসন, নারী করছে রাজাকে শাসন’। নারীর সৃজনশীলতা কাজে লাগাতে হবে। ‘কার্ড’ পরুষ না নারী সদস্য বিতরণ করলো সেটা বড় কথা নয় বড় কথা হলো প্রকৃত লোক কার্ড পেয়েছে কিনা। ক্ষমতা চাপিয়ে দেয়ার বিষয় নয় গ্রহণ করার বিষয়। কোথাও কোথাও ‘পুরুষ নির্যাতনের’ ঘটনা ঘটছে বলেও তিনি উল্লেখ করেন। বেগম রোকেয়ার স্বামী সাখাওয়াত তাকে বেগম রোকেয়া হতে সহায়তা করেছেন। নারীর ক্ষমতায়নে পারস্পরিক বিশ্বাস প্রতিষ্ঠা করতে হবে।  অন্তত একজন মহিলাকে পিআইসির প্রধান করার জন্য উপস্থিত চেয়ারম্যানদের প্রতি অনুরোধ করেন ।

নবীনতর পূর্বতন